সোনার হরিনের পেছনে ছুটছি। মোবাইল ফোন ব্যবহারের দিক দিয়ে আমরা সত্যি সত্যি ডিজিটাল হয়ে গেছি। মোবাইল ফোন ব্যবহারের দিক দিয়ে এরুপ ডিজিটাল হওয়ার প্রধান কারন মুলত কম দামে চিনের মাল্টিমিডিয়া ফোন পাওয়া। ছেলে বুড়ো ছোট বড় সবার হাতে হাতে দেখা যায় কম দামি চিনের মাল্টিমিডিয়া ফোন। আইনগত ভাবে পর্নো ভিডিও বহন করা দন্ডনীয হলেও সবাই জেনে শুনে তাদরে নিজেদের মোবাইলে পর্নো ছবি থেকে শুরু করে পর্নো ভিডিও বহন করছে হরদম।
কেউ কেউ আবার এমন ব্যবস্থাও করে রেখেছে যে কোন ফোন কল আসলেই এই সকল পর্নো ভিডিও ভেষে উঠছে তাদের মোবাইল ফোন স্কীনে। যাহোক আমি য়ে ঘটনাকে কেন্দ্র করে এই পোস্টটি লেখা শুরু করছি । তা হলো এমন। মসজিদে নামাজ পড়ার আগে কড়ো জোরে অনুরোধ করা হয় মোবাইল ফোন বন্ধ রাখতে। অনেক বেকুব আছে যারা মোবাইল ফোন তো বন্ধ করেই না বরং নামাজ পড়া শুরু হলে তারা সেজদা দেওয়ার একটু আগে মোবাইল রেখে নামাজ পড়া শুরু করে।
আমার সামনেই আমি এমন হতে দেখেছি। যাহোক হটাৎ আমি একদিন এরকম এক বেকুবের পাশে নামাজ পড়তেছিলাম। ওই বেকুব সেদিন তার সেজদা দেওয়ার একটু আগে তার ব্যবহার্য মোবাইলটি রেখেছিল। নামাজ পড়তে পড়তে হটাৎ তার মোবাইলে কল আসে। আর কল আসার সাথে সাথে তার মোবাইলে ভেষে উঠে এক সুন্দরী ছেয়ের ছবি।
তার এই কৃর্তি কলাপ দেখে আমার মনোযোগ অনেক খানি নষ্ট হয়েছিল সেদিন। তাই সবার প্রতি আমার অনুরোধ রইল । আমরা যেন ২য় বার এমন ভুল না করি। আমরা নামাজ আদায় করার সময় আমাদের মোবাইল ফোন বন্ধ রাখি। এবং অন্যকেও মোবাইল ফোন বন্ধ করে নামাজ পড়তে উদ্ভুদ্ধ করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।