আমাদের কথা খুঁজে নিন

   

যে হাতে থাকার কথা ছিল বই খাতা, সে হাতে পেপার। তার পর নেসা।

চলুন দেখি

ঢাকা শহরে রাস্তায় বেরলে দেখা যাই অল্প বয়সের কিছু ছেলে পেপার হাতে জীবনের ঝূকি নিয়ে রাস্তার এপার থেকে অপারে দৌরাই আর বলে পেপার পেপার। কিন্তু এদের দিকে তাকালে মনে হই এই বয়সের যারা আমাদের বাড়িতে আছে তদেরকে আমরা কত আদর করি। তাছারা এরা সবাই school এ যায়। আর এদের জীবন কাটে রাস্তাই। আমরা কি এক বারো চিন্তা করে দেখেছি কারা এদের কে Use করছে ?এরা বিভিন্ন নামের পেপার বিক্রি করে।

আমরা যারা এদের কাছ থেকে পেপার কিনি তারা অনেক সময় এদের সাথে খারাপ ব্যাবহার করে। তখন কি আমরা একটু চিন্তা করতে পারি না এরাও আমাদের কেও হতে পারত? এদের কে যদি বলা হয়, তোমরা School এ যাও কিনা। অনেকেই বলবে যে তারা School যায় । কিন্তু একটু খোয নিয়ে দেখা গেছে খুব এদের মধে খুব কম জনই School এ যায়। আর একটু যোজ নিয়ে দেখা গেসে যে এদের মধ্ধে অনেকের আবার নেশার সাথে জরিত।

এদের মদ্ধে এমন অনেকে আছে যারা আবার ভিভিন্ন সন্রাসী কজের সাথে জরিত। যারা বিভিন্ন রকম সেমিনার করে, সভা করে, বিভিন্ন রকম বর বর কথা বলে তাদের কি এটা চখে পরে না। আবার তারাই যখন রস্তায় বের হয় তখন তাদের কেউ দেখা যায় এই সব শিশু দের সাথে খারাপ ব্যবহার করে। তখন তাদের সেমিনারে যেকথা বলে তা মনে থাকে না। আবার অনেক সময় দেখা যাই যারা সেমিনার করে তাদের মদ্ধে বিভিন্ন পেপার এর সম্পাদক আছে।

কিন্তু তারা তাদের ব্যবসার জন্য আবার এদের ব্যাবহার করে। তখন আর বরো বরো কথা মনে থাকে না। এর কি কনো পতিকার হবে না????????????????????????????? রাস্তার সিগ্নাল এ গাড়ি এসে দারানোর সাথে সাথে দৌরায়ে এরা যেভাবে বাস এর কাছে যায়, তখন । চলন্ত বাস থেকে কত টুকু বাচ্ছা পেপার হাতে নামছে একবার ভেবে দেখেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.