আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রকৌশলীকে বাঁচাতে এগিয়ে আসুন

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা ইঞ্জিনিয়ার ফেরদৌস মাসুম (২৯), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন ২০০৭ সালে । দুই ভাই, অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক বৃদ্ধ বাবা আর গৃহিণী মায়ের সংসারে বড় ছেলে মাসুম পাড়ি জমিয়েছিলেন সুদূর ওমান। গত ২২.০২.১২তারিখে দেশে ফিরেন, উদ্দেশ্য ছিল মা-বাবাকে কিছুদিন সময় দিয়ে আবার বিদেশ পাড়ি দেওয়া। কিন্তু দেশে ফিরে চোখের সমস্যার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে ব্রেইন টিউমার (Pituitary macroadenoma)। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাজধানীর গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালে গত ০১.০৪.১২ তারিখে করা হয় তার অপারেশন।

প্রথম অপারেশন পরবর্তী জটিলতার কারনে ১১.০৪.১২ তারিখে করা হয় দ্বিতীয় অপারেশন। দ্বিতীয় অপারেশনের পর আরও বেশী অসুস্থ হয়ে পরেন মাসুম এবং ভর্তি হনএকই হাসপাতালে। গত ১৩.০৬.১২ তারিখ হতে তাকে হাসপাতালের ICU-11 এ চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ১৯.০৬.১২ তারিখে লাইফ সাপোর্ট (mechanical ventilator) –এ রাখা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছে ঢাকার Apollo Hospital এ; লাইফ সাপোর্ট (mechanical ventilator) দিয়ে বেঁচে থাকা মাসুমের বন্ধু-স্বজন-চিক িৎসকেরা অপেক্ষা করছেন আর একটু ভালো অবস্থার - আর একটি সফল অস্ত্রপচারের ।

এমতাবস্থায় মাসুমকে বাঁচিয়ে রাখতে প্রতিদিনের বর্তমান খরচ আনুমানিক প্রায় ৫০,০০০ টাকা (প্রায় ৬০০ ডলার) । তার পরিবার ইতিমধ্যেই সেই সামর্থ্য হারিয়েছে । দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অন্তপ্রাণ বন্ধুরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে মাসুমকে আবার ওদের মাঝে ফিরিয়ে আনতে । কিন্তু কুলানো যাচ্ছেনা তাতেও । আপনার সাহায্য আজ ওর বড় বেশী প্রয়োজন ।

আপনার অনুদানের পরিমাণ যত সামান্যই হোক না কেন, সেটা নিয়ে সংকোচ করবেন না। সামান্য সামান্য করেই 'অসামান্য' হয়; যা আপনার সামর্থ্য সেটা নিয়েই দয়া করে শরীক হন । বাংলাদেশে/ সরাসরি সাহায্য পাঠানোর ঠিকানা - Md. Shohidul Hasan & Shohel Ahammed A/C: 14121090013441 Prime Bank Limited Panthapath branch, Bangladesh SWIFT CODE: PRBLBDDH ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.