আপনার একটি লেখা পড়লাম "শুধু কি মুহাম্মাদ (সাঃ) এর উম্মত্গণ বেহেশতে যাবেন?" শিরোনাম শির্ষক । আপনার লিখা পড়ে আপনাকে খুব বোকা মনে হয়েছে। আপনি এক জায়গায় বলেছেন
"উপরে bold কৃত অংশটি আল কুরআনের শেষ নাযিল হওয়া অংশ। এর ইতিহাস সবারই জানা। এখানে মহান আল্লাহ্ স্বয়ং কেবল মাত্র ইসলামকেই ধর্ম হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।
এর আগে নাযিল হওয়া সকল কিতাব তিনি রহিত করে দিচ্ছেন। "
কোথায় রহিত করেছে আয়াতটি বলেননি ভালো করে কোরআন আরও একবার দেখে বলেন। যদিও আপনার লেখাটা আজকেই আমার নজরে পড়লো তায় জবাব দিলাম।
আপনি নিজেকে যত বুদ্ধিমান জ্ঞানি ভেবে এই পোস্টটি লিখেছেন, মূলত আপনার তত জ্ঞান নাই। আমার ধারনা আপনি কোরআন খুব ভালো বুঝেন না; আর বুঝলেও তা সঠিক ভাবে জানেন না।
আল্লাহ্ এই কোরআনে অনেকবার বলেছে এই কোরআন জ্ঞানীদের জন্য, এই কোরআন বোদ্ধাদের জন্য, এই কোরআন চিন্তশীলদের জন্য। আমি আপনার লিখা পড়লাম, আপনি যা লিখেছেন তা অনেক কথা না বুঝে লিখেছেন, হয়তো সেই কারণে আল্লাহ্ আপনায় ক্ষমা করবেন। আর যদি বুঝে লেখেন তাহলে ক্ষমা নাই। আল্লাহ্ র কাছে ক্ষমা প্রর্থনা করেন। আল্লাহ্ আপনায় ক্ষমা করুন---আমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।