আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবি’র কবি হয়ে উঠা! অথবা কবি হওয়ার অপচেষ্টা

You can't buy love on eBay. ১। আমি এখন ভালো কিছুর স্বপ্ন দেখছি যা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে প্রেরনা যোগাবে আমার এমন কিছু প্রয়োজন যা আমাকে আকাশে আলো হতে সাহায্য করবে যা কেবল তুমিই পার আমি তোমার চোখে আলো দেখেছি! ২। তোমার রোদ চশমার আড়ালে থাকা চোখ দুটো নিশ্চয়ই সুন্দর তবুও আমার ভয় হয় চশমা খোলার কথা বলতে যদি দেখি, চোখ দুটো আমার মনের মতো নয়! পেয়ে যদি আবার আমি হারিয়ে ফেলি তাইতো দূরে দূরে থাকি সারা জীবন যেন মনে করতে পারি তুমি আমারই, তাইতো দূরে দূরে রই। ৩। এক সন্ধ্যায় হঠাত করে ডেকে উঠা পাখির মতো তোমাকে আমার মনের কথাগুলো কেন যে বলতে পারি না! আমি হয়তো তোমায় বেশিই ভালবাসি তাইতে বলতে এত ভয়, যদি কিছু হয়! গোধুলী যদি আকাশে না মিলায় তবে কেমন করে সন্ধ্যা আসবে বলো তেমনি তুমি যদি আমাতে না হারাও কি করে ভালবাসা হয় বলোতো! ৪ আমার মনের আকাশে যে তারাগুলো জ্বলজ্বল করে সেখানে উজ্জ্বল তারাটি তুমি।

অনেক সুরের মাঝে যে সুরটা ভালো লাগে সেই সুরে গাওয়া গানটা তুমি। নদীর ঢেউগুলো যেমন করে আছড়ে পরে পাড়ে তেমনি করে তুমি আছ হৃদয়ের ঢেউ হয়ে আমারই গহীনে। যদি ভুল হয়ে যায় তবুও ভেবো না ভুল আমি কখনও যাবো না ভুলে আমার হারিয়ে যাওয়া শৈশব যেমন করে এখনও মনে পড়ে আমার গহীনে রবে তুমি তেমনি করে। ৫। জীবনের সবকটা চাওয়া যদি পাওয়া হয়ে যায় তবে না পাওয়ার বেদনারা কোথায় ঠাঁই পাবে বলো।

জীবনকে রাঙ্গানোর জন্য যদি সঙ সাজতে হয় তবে, জীবনের মোহগুলো কি পূর্ণতা পায়! কথায় আছে দেশে যত কাঁক আছে কবির সংখ্যা তত (আসল কবিরা আবার মাইন্ড খাইয়েন না, যাস্ট মজা করলাম!!)! তাই ভাবলাম আমি হলে দোষ কি? আসলে কবিরা খূঁজে খূঁজে কঠিন শব্দগুলো বের করে কবিতায় ব্যবহার করে, এজন্য কবিতা দেখলেই ভয় লাগে! ব্লগে সবসময় চেষ্টা করি কবিদের এড়িয়ে যেতে, যদিও সবসময় পারি না! তবে আমি সহজ শব্দে কবিতার মতো করে হিবিজিবি কিছু লিখলাম! ভুল হলে আমি দায়ী না! সত্যি কথা বলতে কি সবাইকে ঈদের শুভেচ্ছা দেয়ার জন্যই এই পোষ্ট কিন্তু কোন কিছু না লিখে দুই লাইনে শুভেচ্ছা দেয়াটা কেমন দেখায়, তাই......এই অপচেষ্টা। তাছাড়া ব্যক্তিগত ব্যস্ততার কারণে ইদানিং ব্লগেও আসা কম হচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটুক ঈদের প্রতিটি মুহুর্ত। সবাইকে ঈদের শুভেচ্ছা। উৎসর্গঃ বউকে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।