হাবি জাবি মাথায় যা আসে তাই লিখি, কখনও মাথা লিখি কখনও ছাতা লিখি। লেখার উপায় যখন একটা পাইছি। ১ একটা গুঁতোয় শিং গজাবে আরেকটাতে ভ্যানিশ, পেটের ভেতর গাছ গজাবে পুরো ফলটা যদি খেয়ে ফেলিস। ২ চোর এসেছে, চোর এসেছে, চোর গেছে যে কৈ? দেখছো না সে করছে চুরি পড়ার ভান করে যে ঐ! ৩ ধুপুর ধাপুর ধুপ! চোখের পাতায় ঘুম নামছে, নিয়ে হাজার রুপ। ৪ 'কিন্তু' নাকি বন্দি আজ 'যদি'র মায়াজালে, বন্দিদশা ছিন্ন হবে আবেগ হারালে। ৫ দন্ত্যের দু'পাটি করে শুধু লাঠালাঠি। সংঘর্ষের কারনটা কি? ওরে বাবা শী..ই..ই..ত নাকি! ৬ ধুলা খাব, জ্যাম খাব, অফিস গেলে ঝাড়ি খাব। হাসি পেলে কাশি খাব, জনতার মার খাব, ভয় পেলে হেচকি খাব, এতো খেলে ভাত আমি, কেন খাব? কেন খাব? ~~ ডাইনিং টেবিল বিল্পবী নেতা চির দুঃখী মনা মিয়া। ৭ হাসের ডিম, মুরগীর ছাও। রাগ করেছি, রাগ ভাঙাও ৮ নাহি দ্বন্দ্ব,নাহি ক্লেশ হাস্যরসে থাকব বেশ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।