আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবি কথামালা

You can't buy love on eBay.

১ আমার সব ভাবনা গুলো কেন এত এলোমেলো গোধূলী আর সন্ধ্যের পার্থক্য বুঝে না, তবে কি আমি প্রেমে পড়েছি? বন্ধুরা বলে প্রেমে পড়লে নাকি এমন হয় আর সবাই বলে প্রেম স্বর্গীয় তবে কেন প্রেমে পড়লে সবকিছু হবে এলোমেলো স্বর্গীয় সব কিছুই কি অগোছালো তা কেন, স্বর্গের সবই তো থাকার কথা সুন্দর গোছানো।। ২ সময় যে আর কাটেনা কবে যাব প্রিয়ার হাতে রাখতে হাত মনটা ভরে আছে এক রোমাঞ্চকর অনুভূতিতে এক সোনালী স্বপ্নের আহবানে। জীবনের জন্য রোমান্স মনে হয় খুব প্রয়োজন তবে কেন সব কবিদের লিখায় এত বিরহ কথন। প্রতিটি স্বার্থক প্রেমের কবিতা নাকি কবির হৃদয়ের করুন প্রকাশ তবে কি বিরহই হল রোমান্সের সুতিকাগার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।