লিখতে ভাল্লাগে না, ঠিক যে ভাল্লাগে না তাও না! আসলে পারি না। তবে কাউকে খোচাইতে ভাল্লাগে। যখন আমার কমেন্ট পড়ে কারো শুকতালু গরম হয়ে যায় তখন আমি স্বর্গীয় আনন্দ পাই!
প্রাগ-ঐতিহাসিক আমলের কৌতুক, কমন পইরা গেলে মাপ কইর্যা দিয়েন...
------------------------------------------------------------
পুরুষঃ
১) ড্রাইভ করে বুথের দরজার সামনে গাড়ী পার্ক করে।
২) দরজা খুলে বুথে ঢুকে।
৩) ম্যানিবেগ থেকে কার্ড বের করে স্লটে ঢুকায়।
৪) পিন নম্বার দিয়ে এন্টার চাপে।
৫) উইড্র বাটন চেপে প্রোয়জনীয় টাকার পরিমান বসায়।
৬) টাকা, রিসিপ্ট এবং কার্ড নিয়ে বুথ থেকে বের হয়ে আসে।
৭) গাড়ীতে উঠে গন্তব্যে চলে যায়।
মহিলাঃ
১) ড্রাইভ করে বুথের কাছে যায়।
২) গীয়্যার রিভার্স করে পিছনে আসে, দরজার সামনে গাড়ী পার্কের জন্য।
৩) হ্যান্ড ব্রেক টেনে গাড়ী পার্ক করায়।
৪) রিয়্যার ভিউ আয়নায় ম্যেকাপ ঠিক আছে কিনা দেখে।
৫) মেকাপ বক্স বের করে প্রয়োজনীয় সংশোধন করে নেয়।
৬) দরজা খুলে বুথে ঢুকে।
৭) হ্যান্ড বেগ থেকে কার্ড বের করে স্লটে ঢুকায়।
৮) পিন নম্বার দিয়ে “ক্যান্সেল” বাটন চেপে নম্বার মুছে আবার নতুন নম্বার দিয়ে এন্টার চাপে। এরর আসে, “ভুল পিন কোড”।
৯) হ্যান্ড বেগ ঘেটে ছোট একটা ডায়েরী বের করে, যাতে পিন কোড লিখা আছে।
১০) প্রতিটা নম্বার দেখে দেখে চাপার পর এন্টার বাটন চাপে।
১১) ব্যালেন্স বাটন চেপে দেখে নেয়, কত টাকা আছে।
১২) উইড্র বাটন চেপে প্রোয়জনীয় টাকার পরিমান বসায়।
১৩) মেকাপ বক্সের আয়নায় দেখে নেয় মেকাপ ঠিক আছে কিনা।
১৪) টাকা পার্সে ঢুকায়।
১৫) রিসিপ্ট নিয়ে গাড়ীতে উঠে পরে।
১৬) রিয়্যার ভিউ গ্লাসে ম্যেকাপ ঠিক আছে কিনা আরেক বার দেখে নেয়।
১৭) গাড়ি স্টার্ট করে সামনে এগোয়।
১৮) গীয়্যার রিভার্স করে আবার বুথের সামনে যায়।
১৯) বুথে ঢুকে স্লট থকে কার্ড বের করে হ্যান্ড বেগে ঢুকায়।
২০) বের হয়ে গাড়ীতে উঠে, রিয়্যার ভিউ গ্লাসে ম্যেকাপ ঠিক আছে কিনা দেখে নেয়।
২১) গাড়ী স্টার্ট করে ২-৩ মাইল এগোয়।
২২) তারপর হ্যান্ড ব্রেক উঠিয়ে নেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।