আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম মেশিনের ভুলে!

নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র ১৪০ ডলার সমপরিমাণ অর্থ তুলতে গিয়ে এই ব্যক্তির হাতে চলে আসে ৩৭,০০০ ডলারের মতো বড় অংকের অর্থ। আর না চাইতেই পাওয়া এই অর্থ নিয়েই এবার বিপাকে পড়েছেন আমেরিকার মেইন অঙ্গরাজ্যের এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে মেইনের সাউথ পোর্টল্যান্ডে অবস্থিত টিডি ব্যাংকের একটি এটিএম বুথে নিজের প্রয়োজনীয় অর্থ তুলতে গিয়েছিলেন সংবাদমাধ্যমে নাম না আসা ওই ব্যক্তি। কিন্তু এ সময় মেশিনের ভুলে এটিএম থেকে ১৪০ ডলারের পরিবর্তে বেরিয়ে আসে ৩৭,০০০ ডলার। যন্ত্রের ভুলের কারণে এটিএম মেশিনই এই গ্রাহকের জন্য উটকো ভোগান্তির কারণ হয়ে দেখা দিয়েছে।

প্রথমে বিষয়টায় খানিকটা হকচকিয়েই গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খানিকটা ধাতস্থ হয়ে মেশিন থেকে এটিএম বুথের ফ্লোরে ছড়িয়ে পড়া টাকাগুলো একটি ব্যাগে ভরতে শুরু করেন তিনি। শেষতক এই টাকাগুলো তিনি কি নিজের কাছেই রেখে দিতেন না কি ব্যাংকের কাছে ফেরত দিতেন তা বলা মুশকিল।

তবে এই ভাবনাটুকু ভাবার আগেই সে সময় তার অজান্তেই ঘটে যায় ভিন্ন আরেক ঘটনা। তিনি বেরিয়ে আসলে টাকা তুলবেন এমন অপেক্ষা নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাকে ব্যাগে বিপুল অংকের টাকা ভরতে দেখেই সন্দেহ থেকে সাথে সাথে বিষয়টি জানিয়ে দেন পুলিশকে।

পুলিশও চটজলদি ঘটনাস্থলে এসে তাকে এটিএম লুট করতে আসা ডাকাত ভেবে গ্রেপ্তার করে। যদিও পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ভুল শিকার করে নিয়ে জানিয়েছেন যে, ওই ব্যক্তির কোনো অপরাধে নয় বরং কোডের ভুলের কারণেই বিপুল পরিমাণ এই অর্থ মেশিন থেকে বেরিয়ে এসেছিল।

এদিকে ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করা না হলেও তদন্তের স্বার্থে ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই ব্যক্তিকে এখনও পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.