আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম বুথ, নারী ও ট্রায়ালরুম



ডাচ্ বাংলা এটিএম ব্যাংকে হটাৎ একজন লোক হন্ত-দন্ত হয়ে প্রবেশ করল। তার চোখে অন্যরকম দৃষ্টি- বিশ্বস্ত কাউকে খুঁজছেন। একজন ব্যাংক কর্মকর্তা এগিয়ে এলেন। ব্যাংক কর্মকর্তাকে তিনি যা বললেন তা এই রকম: নিচতলায় ব্যাংকের এটিএম বুথের সাথে আমার কাপেড়র দোকান। তো কিছুক্ষন আগে এক মহিলা এলেন কাপড় কিনতে।

উনি কয়েকটি কাপড় হাতে নিয়ে দেখছিলেন আর আমি যখন অন্য কাষ্টমার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আর একটু পরে দেখলাম ভদ্রমহিলা সেখানে নেই। আমি হটাৎ ভয় পেয়ে গেলাম ক্যাশে খোজ করলাম- উনি টাকা পয়সা দেননি। আমার গেটে বসে থাকা বাচ্চাটা বল্ল মহিলা দু'টি কাপড় নিয়ে বেরিয়ে গিয়েছেন এবং তাকে এটিএম বুথে ঢুকতে দেখেছে সে। আমি কিছু না বুঝে দৌড়ে বাইরে গিয়ে সরাসরি বুথের মধ্যে ঢুকে গেলাম। আর ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেল তুমুল গালাগালির ঝড়- অসভ্য, ইতর নক্ করে ঢুকবি না...।

(বলাবাহুল্য ঢুকে উনি মহিলাকে যে অবস্থায় দেখলেন তা দেখলে আপনি হয়ত বলতেন উনি কোন ব্রার এডের জন্য ফাইনাল প্রস্তুতি নিচ্ছেন)। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পেয়ে এবং প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পর আমিও প্রায় চিৎকার দিয়ে বল্লাম- আপনি আমার উপর রাগ করছেন আর উপরে ব্যাংকে যারা আছে তারা তো টিভিতে দেখছে আর রেকর্ডও করে রাখছে, আরো বল্লাম এটা কোন ট্রায়াল রুম না এটা এটিএম বুথ ঐ দেখেন ক্যামেরা। হটাৎ উনি ওনার কন্ঠ স্বর পরিবর্তন করে প্রায় কান্নার সুরে আমার কাছে অনুনয় বিনয় করে ব্যাংকে গিয়ে ভিডিওটা কেটে ফেলার জন্য প্রায় পায়ে ধরে ফেলার মত অবস্তা। তাই এলাম, অইজান মহিলা খুবই ভাল ঘরের মানুষ এটা জানাজানি হয়ে গেলে খুবই বিশ্রী একটা কাণ্ড হয়ে যাবে। দয়া করে ভিডিওটা মুছে ফেলার ব্যবস্থা করেন।

ব্যাংক কর্মকর্তা ওনাকে বুঝিয়ে বল্লেন যে, মূল সিস্টেমটা ওদের হড অফিস থেকে নিয়ন্ত্রন করা হয়। সুসরাং তাদের করার কিছু নেই। দৃশ্যটি সংরক্ষন করা হলে তা হয়েছে হেড অফিসে। । যাইহোক ভাইজান ঘটনাটা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম যাতে আপনাকে ভবিষ্যতে কখনো এইধরনের কোন পরিস্থিতে পড়তে না হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.