আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের কুটুম

চাঁদের বাড়ি মেঘের দেশে অনেক দূরের পথ, পুনম-মেলার রাত এসেছে, সাজলো রেশম-রথ। চাঁদ যাবে সেই রথে চড়ে, বাঁশবাগানের গাঁয় , সেই গাঁয়ে তার কুটুম থাকে, জোছ্নাতে সে নায়। সারারাতি চড়ুইভাতি খেলবে দুজন মিলে, এক ফাঁকে চাঁদ মুখ ধোবে ঐ বিষ্ণুপুরের বিলে। হাজার কথার মালা গেঁথে রাত যাবে যেই বয়ে, বিদায় ব্যথায় চাঁদের কুটুম কাঁদবে শিশির হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।