শ্লা এরা নাকি রাজনীতি করে! এমন কুখ্যাত মিথ্যাবাদি দুনিয়ায় আর একটাও আছে বলে মনে হয় না। রবিবার রাতে মতিঝিলে যে অভিযানের মাধ্যমে হেফাজতের কাপুরুষদের বিতাড়িত করা হয়েছে , তা সময় টিভিতে লাইভ সম্প্রচার করা হয়েছিল। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কোটি কোটি মানুষ রাত ২:৪৫ মিনিট থেকে শুরু হওয়া সেই অভিযান দেখেছে সময় টিভির সরাসরি সম্প্রচারের কল্যানে। কিন্তু শিবিরের ফেসবুক পেজ বাশের কেল্লা মিনিটের মধ্যেই আপডেট দেয়া শুরু করল......১০০০ লোক নিহত.....২০০০ লোক নিহত.....৩০০০ লোক নিহত ইত্যাদি।
অথচ কোটি কোটি টিভি দর্শক একটা লাশও দেখলো না। দেশের টিভি এবং পত্রপত্রিকার এবং আন্তর্জাতিক মহলের অসংখ্য সাংবাদিকের চোখের সামনে অভিযান পরিচালিত হয়েছে। সেখানে কোনো সংবাদমাধ্যমের সাংবাদিক নিহতের সংখ্যা ৭/৮ জনের বেশি বললো না অথচ বাশের কেল্লা কম্পিউটার মনিটরের সামনে বসে নিহতের সংখ্যা হাজার হাজার বানিয়ে দিল। আর ছাগলের দল বিএনপি সেই ফাঁদে পড়ে বিবৃতি দিয়ে বসল যে, হাজার হাজার নিহত হয়েছে! এই বিবৃতি দিয়ে যে তারা ইতিহাসের জঘন্যতম নোংরামি করে ফেলেছে এটা বুঝতে পারলেও পিছু হটার উপায় নেই।
গতকাল বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, হেফাজতের ১৩ দফা দাবি পুরণ করা হবে! তিনি আরো বলেন, বিবিসি, সিএনএন নাকি নিহতের সংখ্যা ৩০০০ বলেছে! এই কুলঙ্গার মিথ্যাবাদী এমন জঘন্য মিথ্যা বলে কি একাই দোজখে যাবে নাকি তার দলশুদ্ধ যাবে কেউ বলতে পারবেন?
আর বিএনপি, জামায়াতি কিংবা বাশেরকেল্লার কোনো ছাগু যদি এই পোস্ট পড়ে থাকেন, তবে তারা যেমনটি প্রচার করে বেড়াচ্ছেন, বিবিসি, সিএনএন নিহতের সংখ্যা ৩০০০ বলেছে, সেই নিউজের লিংক দিতে পারবেন? না পারলে আপনারা নিজেদের সেরা মিথ্যাবাদি হিসেবে স্বীকার করে নিন।
পৃথিবীতে এত বড় মিথ্যাবাদি থাকতে পারে ভাবতেই ঘৃনায় গা গুলিয়ে ওঠে!!!
খোকার মিথ্যাচারিতা দেখুন এখানে.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।