ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ সেক্টর কমান্ডার ফোরাম'এর প্রাথমিক তালিকায় শীর্ষ ৫০ যুদ্ধাপরাধী:
১। গোলাম আযম, আমির, পূর্ব পাকিস্তান জামাত-ই-ইসলামী, পিতা-মৃত মওলানা গোলাম কবীর, গ্রাম-বীরগাঁও, থানা-নবীনগর, জেলা-কুমিলা।
২। মওলানা এ কে এম ইউসুফ, পিতা-মুন্সি আজিম উদ্দিন, গ্রাম-রাজর, শরণখোলা, জেলা-খুলনা।
৩।
মতিউর রহমান নিজামী, সভাপতি, ইসলামী ছাত্র সংঘ, পিতা লৎুফর রহমান ফকির, গ্রাম-সাঁথিয়া, জেলা-পাবনা।
৪। দেলোয়ার হোসাইন সাঈদী, পিতা-মৌলভী ইউসুফ আলী সিকদার, জিয়ানগর, সাউথখালি, পিরোজপুর।
৫। মোঃ কামরুজ্জামান, জামালপুর ইসলামী ছাত্র সংঘের নেতা, জেলা-শেরপুর।
৬। মওলানা আব্দুর রহিম, পিতা-কবীর উদ্দিন, গ্রাম-শিয়ালকাঠি, কাউখালী, বরিশাল।
৭। আব্বাস আলী খান, জামাতের সিনিয়র নায়েবে আমির।
৮।
আলী আহসান মোহম্মদ মোজাহিদ, প্রেসিডেন্ট, ইসলামী ছাত্র সংঘ, জেলা-ফরিদপুর।
৯। আব্দুল কাদের মোলা, মিরপুর, ঢাকা।
১০। মোঃ হামিদুল হক চৌধুরী, পিতা-আব্বাস আলী চৌধুরী, গ্রাম-রাজনগর, ফেনী, নোয়াখালী।
১১। খাজা খায়রুদ্দিন, পিতা-খাজা আলাউদ্দিন, ১৫, আহসান মনজিল, কোতোয়ালি, ঢাকা।
১২। মাহামুদ আলী, পিতা-মোজাহেদ আলী, গ্রাম-সুনামগঞ্জ, জেলা-সিলেট।
১৩।
মোঃ আবদুল আলীম, পিতা-আবদুল ওয়াহেদ, জয়পুরহাট পৌরসভা, জয়পুরহাট, বগুড়া।
১৪। এ এম এস সোলায়মান, বৈদ্যের বাজার, ঢাকা।
১৫। সালাউদ্দিন কাদের চৌধুরী, পিতা-ফজলুল কাদের চৌধুরী, রাউজান, চট্টগ্রাম, গুড হিল, চট্টগ্রাম।
১৬। ফজলুল কাদের চৌধুরী, গ্রাম-গোহিরা, রাউজান, চট্টগ্রাম, গুড হিল, চট্টগ্রাম।
১৭। জুলমত আলী খান, পিতা-শামসের আলী খান, গ্রাম-বড়ইকান্দি, ফুলপুর, ময়মনসিংহ।
১৮।
কাজী কাদের, পিতা-কাজী আবেদ উদ্দিন আহমেদ, গ্রাম-খিলমনি, জলঢাকা, জেলা-রংপুর।
১৯। খান আবদুস সবুর খান, পিতা-মৃত নাজমুল খান, গ্রাম-সৈয়দ মহলা, ফকিরহাট, খুলনা।
২০। মওলানা ফরিদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তান ডেমোক্র্যাটিক পাটির্।
২১। শাহ মোঃ আজিজুর রহমান, পিতা-শাহ মোহাম্মদ সিদ্দিকী, গ্রাম-থানাপাড়া, কোতোয়ালি, জেলা-কুষ্টিয়া।
২২। মওলানা আব্দুল মানড়বান, পিতা-শাহ মোঃ ইয়াসিন, গ্রাম-কেরোয়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর,
২৩। ডা. আবু মোতালেব মালেক, গর্ভনর, পূর্ব পাকিস্তান’৭১।
২৪। মোঃ ইউনুস, ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটির নেতা।
২৫। এ বি এম খালেক মজুমদার, পিতা-আব্দুল মজিদ মজুমদার, গ্রাম-দোহাটা, হাজিগঞ্জ, কুমিলা।
২৬।
এ এন এম ইউসুফ, পিতা-আবদুল গণি, গ্রাম-ডাকপাড়া, কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট।
২৭। নুরুল আমিন, পিতা-মৃত জহির উদ্দিন, গ্রাম-বাহাদুরপুর, নান্দাইল, ময়মনসিংহ।
২৮। এ কিউ এম শফিউল ইসলাম, পিতা-আবদুস সোবহান, বীরগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিলা।
২৯। আবদুল মতিন, ডেপুটি স্পিকার ন্যাশনাল এসেম্বলি, পিতা-হেলাল উদ্দীন মিঞা, গ্রাম-সোহাগপুর, থানাবলকুচি, পাবনা।
৩০। অ্যাড. মোঃ আইনুদ্দিন, পিতা-মৃত মইনুদ্দীন, গ্রাম-শ্যামপুর, মতিহার, রাজশাহী।
৩১।
মওলানা নুরুজ্জামান (আইআরপি), প্রচার সম্পাদক, জামাতে ইসলামী।
৩২। মওলানা মোঃ ইসহাক, মন্ত্রী, পূর্ব পাকিস্তান সরকার ’৭১।
৩৩। গোলাম সরোয়ার, আমির, ঢাকা জেলা জামাত, পিতা-নুরুল হাদি, গ্রাম-হাবিবপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী।
৩৪। মোঃ আকতার উদ্দিন আহমেদ, মন্ত্রী, পূর্ব পাকিস্তান সরকার ’৭১।
৩৫। মওলানা আবদুস সোবহান, পিতা-নইমুদ্দিন, হাজি মহসিন রোড, কোতোয়ালি, পাবনা।
৩৬।
ক্যাপ্টেন (অব.) আব্দুল বাছেদ, গ্রাম-বেলা, কালিহাতী, টাঙ্গাইল।
৩৭। আব্দুল মতিন ভুঁইয়া, পিতা-আব্দুল গণি ভুঁইয়া, গ্রাম-নান্দাইল, ময়মনসিংহ।
৩৮। মোঃ আবদুল কাশেম, গ্রাম-উলিপুর, রংপুর।
৩৯। ওবায়দুলাহ মজুমদার, পিতা-আলী আজম মজুমদার, গ্রাম-দক্ষিণ ছাতরা, ছাগলনাইয়া, ফেনী, নোয়াখালী।
৪০। মীর কাশেম আলী, পিতা-মোস্তাফিজুর রহমান, গ্রাম-মোহরা, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম।
৪১।
ইঞ্জি: আব্দুল জব্বার, গ্রাম-সাবলী চর, মঠবাড়ি, বরিশাল।
৪২। মওলানা আবুল কালাম আজাদ, পিতা-সালাম মিয়া, গ্রাম-খাগদিয়া, নগরকান্দা, ফরিদপুর।
৪৩। মোঃ আবদুল হানড়বান, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
৪৪। ব্যারিস্টার কোরবান আলী, গ্রাম-চরখাইচুড়ি, সৈয়দপুর, সিরাজগঞ্জ, পাবনা।
৪৫। আশরাফ হোসাইন, গ্রাম-ইকবালপুর, জামালপুর।
৪৬।
অ্যাড. আনসার আলী, পিতা-শেখ আজগর আলী, গ্রাম-উধুলী, থানা-তালা, খুলনা।
৪৭। মোঃ কায়সার, পিতা-সৈয়দ সাইদ উদ্দিন, গ্রাম-নোয়াপাড়া, মাধবপুর, সিলেট।
৪৮। আবদুল মজিদ তালুকদার, গ্রাম-দপু চাঁচিয়া, সান্তাহার, বগুড়া।
৪৯। নওয়াজেস আহমেদ, মন্ত্রী, পূবর্ পাকিস্তান সরকার ’৭১।
৫০। এ কে মোশাররফ হোসেন, পিতা-ইমাম উদ্দিন, গ্রামর"হী, থানা-নান্দাইল, ময়মনসিংহ।
বর্তমান নেতৃত্ব
আমীর (দলীয় প্রধান)- মাওলানা মতিউর রহমান নিজামী।
সিনিয়র নায়েবে আমীর- মাওলানা আবুল কালাম মুহম্মদ ইউসুফ।
নায়েবে আমীর- জনাব মকবুল আহমদ।
নায়েবে আমীর- অধ্যাপক এ. কে. এম নাযির আহমদ।
সেক্রেটারী জেনারেল- আলী আহসান মুহম্মদ মুজাহিদ।
এসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল- মুহাম্মদ কামারুজ্জামান।
এসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল- আব্দুল কাদের মোল্লা।
এসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল- এ. টি. এম. আজহারুল ইসলাম।
বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী আর রাজাকার সমার্থক শব্দ। রাজাকারদের পাশাপাশি তাই যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকেও দোষী সাব্যস্থ করে জামায়াত-ই-ইসলামী'র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
সুত্রঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।