আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটি একটা কলগার্ল , তাই তাকে আমি ভালবাসতে পারি না

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! মামুনের বিস্তৃত হাসি দেখে মনে হল ঘটনা কিছু আছে । তা না হলে তো ও আমাকে এই দুপুর বেলা আসতে বলবে না । আমি দরজা দিয়ে না ঢুকেই বললাম -আন্টি বাসায় নাই । টম এন্ড জেরীর টম যখন কোন কিছুতে খুশি হয়ে মাথা দুপাশে নাড়ে, মামুন ঠিক ঐ ভাবে এদিক ওদিক মাথা নাড়লো । -তুই বাসায় মেয়ে নিয়ে এসেছিস? মামুন এবার উপর নিচে মাথা নাড়ল ।

তার মানে নিয়ে এসেছে । মামুনের সব কিছু আমার ভাল লাগে কেবল | এই মেয়ে আসক্তিটা আমার ভাল লাগে না মোটেও । সুযোগ পেলেই ও বাসায় মেয়ে নিয়ে আসে । নিজের গার্লফ্রেন্ড নিয়ে আসলে অন্য কথা ছিল । একেবারে প্রসটিটিউট ।

আমি বললাম -আমি যাই । -আরে শোন না ? মামুন আমার হাট ধরে টান দিল । বলল -আমি জানি তোর সাথে নিশির প্রবলেম চলছে । এই জন্য তোকে দেকেছি । নিশির উপর রাগটা তুই এই মেয়েটার উপর ঝাড় ।

দেখবি মজা পাবি । আমি কিছুক্ষন তাকিয়ে থাকি মামুনের দিকে । অবাক হই ওর লজিক দেখে । মামুন আবার বলে বলে -আরে একবার দেখ । যদি ভাল না লাগে বাদ ।

আর এই মেয়েটা অন্য গুলার মত না । মেয়েটা একটা কলেজে পড়ে । পেশাদার না । কেবল খরচ চালানোর জন্য এসব করে । দেখ মজা লাগবে ।

মামুন আমাকে প্রায় জোর করেই ঘরে ঢুকিয়ে দিল । আমি ঘরে ঢুকে মোটামুটি একটু ধাক্কার মত খেলাম । মেয়েটা খাটের উপর শুয়ে আছে । মোটামুটি বেআবরু অবস্থায় । আমাকে ঘরে ঢুকতে দেখে একটু চমকালো ।

উঠে গিয়ে নিজে কে খানিকটা ঢাকার চেষ্টা করলো । হঠাৎ মেয়েটর চোখের সাথে চোখ পড়ল । আমি আবার চমকালাম । মেয়েটার চোখটা কেমন যেন । ঠিক কলগার্লদএর মত না ।

মামুনের সাথে থেকে থেকে আমাকে বেশ কিছু কলগার্ল দেখার সৌভাগ্য হয়েছে । ঐ মেয়ে গুলার চোখ একটুও সুন্দর হয় না । কেমন একটা কুৎসিত ভাব থাকে । দেখলেই কেমন যে করে । কিন্তু এই মেয়েটার চোখ একদম এরকম না ।

কেমন একটা বিষন্ন ভাব আছে । কেমন একটা মোলায়েম ভাব আছে । আমি যেভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছি, মেয়েটাও ঠিক একই ভাবে তাকিয়ে আছে । মেয়েটা একসময় চোখ সরিয়ে নিয়ে বলল -আমি একটু ক্লান্ত । আপনি কি একটু পরে...... আমি ঘর থেকে বের হয়ে গেলাম ।

ছিঃ কি কাজ করতে যাচ্ছিলাম আমি ??? মামুন বলল -কি হল মামা? পছন্দ হয় নাই ? -তুই না আর বদলাবি না । নিজে তো পাপ করবি আামকে দিয়েও পাপ করাবি । এসব কাজ আমাকে দিয়ে হবে না । মামুন হাসলো । বলল -জানিস অপু এই জন্য তোকে আমার এতো পছন্দ ।

আমি জানি তোকে দিয়ে এমন কাজ হবে না । না হলে এমন মাল হাতে কাছে পেয়ে কেউ ছেড়ে দেয় ?? আমি রাস্তার নেমে এলাম । মনটা কেবল বিষন্নই রইল । বার বার কেবল ঐ মেয়েটার বিষন্ন চোখ আমার চোখে পড়ল । আহারে বেচারী ।

বেচে থাকার জন্য কত কিছুই না করতে হচ্ছে । কত নোংরা কজ করতে হচ্ছে ! মেয়েটার কথা আমি হয়তো ভুলেই যেতাম কিন্তু মেয়েটার সাথে আমার আবার দেখা হয়ে গেল । আমাদের ভার্সিটির ক্যান্টিনে বসে বসে চা খচ্ছিলাম । মেজাজটা খানিকটা খারাপ ছিল । একটু আগে দেখলাম নিশি এমনের সাথে কোথায় যেন গেল ।

আমি জানি আমাকে জ্বালানোর জন্য ও এমন টা করছে । করুক । এই বার আমি আর ছাড় দিবো না । দেখি জল কত দুর গড়ায় । এমন সময় পেছন থেকে মিষ্টি একটা কন্ঠ বলল -অপু ভাই, ভাল আছেন ? আমি তাকিয়ে দেখি মেয়েটা দাড়িয়ে আছে ।

আজ মেয়েটাকে কেমন সুন্দর লাগছে । বলতে গেলে অন্য রকম । সেদিন যে ভাবে দেখিলাম আজ দেখলাম অন্য ভাবে । হালকা নীল রংয়ের সেলোয়ার কামিজে মেয়েটাক সুন্দরই লাগছে । আমি কি বলবো ঠিক বুঝতে পাছিলাম না ।

মেয়েটি আবার বলল -ভাল আছেন? বলে টেবিলের আর একটু কাছে চলে এল । -আমি বসবো একটু ? মেয়েটি আমার অনুমুতির অপেক্ষার দাড়িয়ে রইল । -বস । এখানে? মেয়েটি বসল । বলল -এই এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম ।

যাওয়ার সময় আপনাকে দেখলাম । মনে হল একটু কথা বলে যাই ! আপনি রাগ করেন নি তো? -না রাগ করার কি আছে ? -না, অনেকে আবার রাগ করে । তারা ঠিক আমাকে মানুষ বলে ভাবে না তো । কেবল ভোগ পন্য মনে করে । আমি কি বলবো ঠিক বুঝলাম না ।

মেয়েটি আবার বলল -আপনি ঐদিন চলে যাওয়ায় আমি বেশ অবাক হয়েছিলাম । প্রথমে ভাবলাম ....... মেয়েটা একটু চুপ করলো । আসলে নোংরা কথা গুলো হয়তো বলতে চাইছিল না । তার পর বলল -তারপর আপনার বন্ধুর কাছ থেকে আপনার কথা শুনলাম । -কি শুনলে? -শুনলাম যে আপনি খুব ভাল ছেলে ।

কখনও খারাপ কাজ করেন না । মেয়েটা চুপ করে গেল । আমিও কোন কথা খুজে পেলাম না । তারপর মনে হল আরে মেয়েটা তো আমার নাম জানে । নিশ্চই মামুন বলেছে ।

কিন্তু মেয়েটার নাম টো জানা হলা না । বললাম -আরে তোমার নামটাই টো জানা হল না ? কি নাম তোমার? মেয়েটা কেমন যেন হাসল । বলল -আজকাল কেউ আর আমার নাম জিজ্ঞেস করে না । অনেকদিন পর আপনি জিজ্ঞেস করলেন । ভাল লাগলো ।

আমার নাম লাবলী । বাবার রবি ঠাকুরের শেষের কবিতা খুব পছন্দ ছিল । তাই আমার নাম রেখেছিল লাবন্য । সেখান থেকে লাবনী । আচ্ছা আমি যাই অপু ভাই ।

ভাল থাকবেন । মেয়েটি উঠে পড়ল । যেতে গিয়ে আামর ঘুরে তাকিয়ে বলল -আপনার মত মানুষ ঢাকা শহরে আছে আামর জানা ছিল না । জেনে ভাল লাগছে যে এই শহরে অন্তত একটা মানুষ আছে, যার কাছে আমি পন্য না । একজান মানুষ ! লাবনী চলে গেল ।

আ্মি মেয়েটা দিকে তাকিয়ে রইলাম । ক্যান্টিনের দরজার কাছে গিয়ে লাবনী ফিরে তাকালো । তারপর হাত নাড়ল । তারপর তেকে লাবনীর সাথে আমার প্রায়ই দেখা হতে লাগলো । বেশির ভাগ সময়ই আমাদএর ভার্সিটি আসে পাশে ।

প্রথম প্রথম ভাবলাম হয়তো এমনিতেই দেখা হয়ে যাচ্ছে । কিন্তু পরে বুঝলাম যে মেয়েটা চাচ্ছে যে আমার সাথে তার দেখা হোক । আমি সরাসরি একদিন জানতে চাইলাম ওর কাছে । লাবলী কিছুক্ষন চুপ করে থেকে মাথা নেড়ে আমার কথার সম্মতি জানাল । আমি বললাম -কারন টা বলবে -না ।

-কেন? -কারনট আআমি বলতে পারবো না । তবে আপনি যদি না চান তাহলে আমি আর আসবো না । -আমি তো এমন কথা বলি নি । কেবল কারনটা জানতে চাইছি । -লাবলী কেমন ঝাপছা চোখে আামর দিকে তাকালো ।

ওর চোখের দিকে তাকিয়ে আমার বুকের মধ্যে কমন করে উঠল । এ কেমন ঘোর লাগা দৃষ্টি । আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম লাবলীর দিকে ! মেয়েটা তো .......!! এসব আমি কি ভাবছি !! এটা হতে পারে না । এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না । কঠিন কিছু বলতে হবে ।

কিন্তু আমার কিছু বলতে হল না । নিশিকে আসতে দেখলাম । নিশির সাথে সমস্যা মিটে গেছে । আমাদের টেবিলের সামনে এসে বলল -তুমি এখানে?? আর তোমাকে কত জায়গায় খুজলাম । চল আমার সাথে ।

নিশিকে বললাম -নিশি, এ হচ্ছে লাবনী । নিশি লাবনীর দিকে তাকিয়ে হাসলো । তারপর লাবনীকে বললাম -এ নিশি । আমার গার্লফ্রেন্ড । লাবনী একটু যেন চমকালো ।

তারপর বলল -আচ্ছা অপু ভাই আমি তাহলে যাই । আামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাবনী উঠেগেল । দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকাল আমার দিকে । সেই ঘোর লাগানো ঝাপসা দৃষ্টি চোখ । আমার কেন জানি ঐ দৃষ্টিটা বুকে বিধেই রইল ।

ভুলতে পারলাম না কিছুতেই । তারপর বেশ কিছুদিন লাবনীর কোন দেখা নাই । মামুনের কাছে খোজ নিলাম । মামুনও কিছু বলতে পারলো না । দেখা হল আরো কয়েক দিন পর ।

ঐদিন খুব বৃষ্টি হচ্ছিল । আমি রিক্সা নিয়ে হলের দিকে যাচ্ছিলাম । দেখলাম একয়া মেয়ে বড় কড়ই গাছ টার নিচে দারিয়ে আছে একা । কেমন যেন পরিচিত মনে হল । আরো একটু কাছে যেতেই চিনতে পারলাম যে লাবনী ।

আমি ওকে রিক্সার তুলে নিলাম । বললাম -এখানে কি করছো -আপনার জন্য অপেক্ষা করছিলাম । -মানে? -মানে, আপনাকে কেন জানি খুব দেখতে ইচ্ছা করছিল । কথাবার্তার লাইন অন্য দিকে চলে যাচ্ছিল দেখে আমি বললাম -তোমার কি খবর ? লাবনি হাসল । দুজনেই যেন কেমন চুপ হয়ে গেলাম ।

অনেকক্ষন পর লাবনী বলল -আপনাকে কাছে একটা জিনিস চাইবো অপু ভাই? -কি? -আমার হাতটা একটু ধরবেন ? মাত্র একটাবার ! লাবনীর কন্ঠে কি ছিল আমমি জানি না । কিন্তু আমি ওর হাতটা ধরলাম। লাবনী হু হু করে কেঁদে দিল । কাঁদতে কাঁদতেই বলল -আমার জীবনে কেবল এই একটি স্বপ্নই ছিল । একটা মানুষ থাকবে যে আমাকে ভালবাসবে ।

প্রান দিয়ে ভালবাসবে । কিন্তু এমন কেউ আামর জন্য তৈরি হয় নি । আামর মত মানুষ দের জন্য এমন কেউ থাকে না । খনিকক্ষন চুপ করে থেকে আবার বলল -অপু, আমার দেহের সব কিছুই কেমন অপবিত্র হয়ে গেছে । কিন্তু আমি এখনও আমার ঠোট দিয়ে কাউকে চুম খাইনি ।

কাউ কে না ! লাবনী কি বলতে চাইল আমি ঠিক বুঝতে পারলাম । কিন্তু সব কিছু প্রশ্রয় দেওয়ার কোন মানে হয় না । মেয়েটি একটি কলগার্ল । সোজা বাংলায়.......। কথাটা মনে আসতেই মনে হল আমি কি করছি ? কেন করছি ? একটা পতিতার সাথে বসে আছি ।

একই রিক্সায় চড়তেছি !! আমি আমার হাত লাবনীর হাত থেকে সরিয়ে নিলাম । চারিদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছে । পর্দা দিয়েও পানি আটকানো যাচ্ছে না । দুজনেই ভিজে গিয়েছি । লাবনীর পুরো মুখ দিয়ে পানি ঝরছে ।

কিন্তু তবুও আমি ওর চোখে পানি ঠিকই চিনতে পারলাম । লাবনী আর থাকলো না । বৃষ্টির মধ্যেই নেমে গেল । আমার কেন জানি কষ্ট হতে লাগল মেয়েটার জন্য । একজন কলগার্লের জন্য আমার কষ্ট হতে লাগল .....।

আশ্চর্য...... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।