আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চশিক্ষার ব্যাপারে সাহায্য চাহিয়া পোস্ট।

ভুল করে ইঞ্জিনিয়ার হয়া গেছি, এরচে' বাংলায় অনার্স পড়তাম! :( অনেক দিন যাবত বাইরে পড়তে যাবার ইচ্ছা কিন্তু কিছু কিছু কারনে ব্যাপক কনফিউশনে আছি। সে কারনেই এই পোস্ট। ব্লগের যারা পড়ছেন, বা এই ব্যাপারে ভালো জানাশোনা আছে তাঁদের সাহায্য চাই। আমার প্রোফাইল সংক্ষেপে লিখছি, দেশের বাইরে মাস্টার্স করাতে চাই, আমার প্রোফাইলের উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিলে উপকার হবে। আগাম ধন্যবাদ প্রোফাইলঃ # B.Sc. (EEE) in 2011, from govt uni, cgpa 2.82 # Preparing for IELTS, expecting a good band score. # No GRE, TOEFL. # No publication # Undergrad thesis on renewable energy # working in the power sector আমার এক্সপেক্টেশনঃ মোটামুটি মানের ইউনিতে মাস্টার্স করতে চাই, সেখান থেকে মাস্টার্স করে পরে ভালো কোথাও পিএইচডিতে সুইচ করার ইচ্ছা।

প্রেফারেবল ফিল্ড রিনিউয়েবল এনার্জি, পাওয়ার সিস্টেম। স্কলারশীপ পাবো না, আশাও করছিনা। যা জানতে চাইছিঃ ক। ইউরোপ বা আমেরিকার মোটামুটি কম টিউশন ফি এমন কিছু ইউনির সাজেশন যেখানে এপ্লাই করলে আমার হয়ে যাবার সম্ভাবনা আছে। অনেকগুলো ইউনিতে এপ্লাই করাটা ঝামেলার।

খ। ক্যাম্পাসে বা আশেপাশে টুকটাক কাজ করে টিউশন ফি দেয়ার সুযোগ থাকতে হবে। গ। লিভিং কস্ট কম এমন এলাকায় হলে সুবিধা। ঘ।

আর কোন পরামর্শ থাকলে বলবেন। অনেক ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.