সাধারন মানুষ
অনেক আগে এলাকায় যখন কেউ এস এস সি পাশ করত তখন সবাই তাকে দেখতে যেত, কি ডিভিশন পেয়েছে সেটা বড় কথা নয়, পাশ করেছে এটাই ছিল সবচেয়ে বড় খবর। তারপর এলো গ্রেডের যুগ, ২০০৪/২০০৫ সাল পর্যন্ত এ + গ্রেডের কথা তেমন শোনা যায়নি, কিন্তু তারপরেই যে এটা লাগামহীন ভাবে ছড়িয়ে গেল তা বর্তমানে সবাই অবগত, অবশ্য শিক্ষার হারের অনেক উন্নয়ন হয়েছে তাই ভালো ছাত্র ভালো ফলাফল করবে এটাই সাভাবিক,কিন্তু সমস্যা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, সবাই যেমন ইচ্ছা থাকলেও বি এস সি ইঞ্জিনিয়ার হতে পারে না, তখনি আবার এমন কিছু লোক বি এস সি ইঞ্জিনিয়ার হয় যে কি আর বলব। আমি যে প্রতিষ্ঠান এ চাকরি করি সেখানে প্রায় ১২ জন বি এস সি ইঞ্জিনিয়ার আছে যাদের কাজ কি জানেন, ক্যাবল টানা, সকেট বোর্ড লাগানো, প্যানেল বোর্ড এ বিভিন্ন সার্কিট ব্রেকার লাগানো, এর বাইরে কিছু নয়, মানে তারা সবাই ছিল ডিপ্লোমা, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে তারা এখন বি এস সি ইঞ্জিনিয়ার(!) এবং তারা বেশ গর্ব ভরেই বলে আমি বি এস সি ইঞ্জিনিয়ার(!)। এখানেই শেষ নয়, এই প্রতিষ্ঠান এই বিভিন্ন বড় পদে কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে যাদের চাকরির বয়স ১৫/২০ বছর, তারাও এই বয়সে এসে বি এস সি ইঞ্জিনিয়ার(!) হচ্ছে। আমি একজন ইঞ্জিনিয়ার(!) কে জিজ্ঞেস করছিলাম আপনাদের ক্লাসে এমন ছাত্র কতজন আছে? জবাবে সে বলল প্রায় ৪৫ জন এবং সবাই ডিপ্লোমা,
তাহলে ভাবুন আগামি ৫ বছর পর কি দেশে কি রকম বি এস সি ইঞ্জিনিয়ার দের ছড়াছড়ি হবে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।