আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চশিক্ষার বিকল্প নেই: বিবি গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, জনবলের দক্ষতার উন্নয়ন করতে মান ও দক্ষতাসম্পন্ন উচ্চশিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, দেশে মোট জনসংখ্যার ৬০% এখন কর্মক্ষম। তাদেরকে দক্ষ জনবলে পরিণত করতে হবে। তবেই দ্রুততম সময়ের ব্যবধানে মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলা যাবে।

গতকাল শনিবার রাজধানীর রেডিসন হোটেলে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মেধাবী ২৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ব্যাংকটি সামাজিক কল্যাণমূলক ব্যয়ের আওতায় শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়।

সাউথইস্ট ব্যাংকের প্রধান নির্বাহী শহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমগীর কবির, সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.