আমাদের কথা খুঁজে নিন

   

দেলু চাইদির অসুখ ও একটি কাল্পনিক কথোকপথন

আমাদের সাইদি সাবের বুক ব্যাথার ফাও নিউজটা কি গেছিল পত্রিকায়? - জী স্যার। গুড। এইবার এইটারে কঠিন ইস্যু বানাতে হবে। দেখো আমাগো মধ্যে খালি শিবির গিরি কইরা না পড়ালেখা কইরা ও পাস করছে এমন ডাক্তার কেউ আছে নাকি? - জী স্যার। মুমিনুল আছে।

খুব ভালা পোলা। ইবনে সিনায় বসে। ওরে খবর পাঠাও। - জী স্যার। এখনি ডাকতেছি।

তোমার নাম কি মুমিনুল? পাস করছ কই থাইকা? - ঢাকা মেডিকেল স্যার। কস কি মোমিন ঢাকা মেডিক্যাল? - জী স্যার? না কিছু না। শোন তুমি নাকি হার্ট মার্ট দেখো? - জী স্যার। আমার তো হার্টের উপর স্পেশালাইজেশন করা। সাইদি সাবের খোঁজ খবর জান নাকি কিছু? কি মনে হয়? - স্যার, সাইদি স্যার সুস্থ।

বুকে ও তো কোন প্রব্লেম নাই। উনি যে নিয়মিত শরাব পান করতেন একারনে স্যারের হার্ট বেশ সবল। জানেন তো স্যার এলকোহল অনেক সময় হার্টে ভালো কাজ দেয়। হ, বুজছি। তয় হালায় ভং টা কঠিন ধরছে (বির বির করে)।

- স্যার কি কিছু বললেন? না শোন। দেখো তো কি করা যায়। ম্যাডামের নির্দেশ সাইদি সাবরে সৌদি পাঠানোর ব্যবস্থা করা লাগবে। - সৌদি? ক্যামনে কি স্যার? আরে কথা শেষ করতে দিবা তো মাঝে বা হাত হান্দাও ক্যান? সৌদি তে এখন দুনিয়া সেরা চিকিৎসা হয়। ম্যাডাম বলছে।

তাই সাইদি সাবরে ও সৌদি পাঠানোর ব্যবস্থা ...... - কিন্তু স্যার সৌদিতে তো উট...... আরে কিয়ের মধ্যে কি এইখানে উট আইলো ক্যামনে কথা শেষ করতে দিবা তো। তুমি তো বড় নালায়েক আছ। আচ্ছা তুমি ও কি রেটিনারতে প্রশ্ন পাইছিলা নাকি? এই ঘিলু লইলা ঢাকা মেডিক্যালে তো তোমার জায়গা হওয়ার কথা না। - জী, স্যার আপনাদের দয়া। শোন কথা কম।

দেখো হার্টের কোন চিকিৎসা বাংলাদেশে হয়না ওগুলার লিস্ট কর। - কার হার্টের চিকিৎসা স্যার? হালা বক চোদ কয় কি? হারা রাইত রামায়ান পড়লাম কয় সীতা কার বাপ। ঐ তোমার এতো কিছু জানা লাগব না তুমি লিস্ট কর। - স্যার লিস্ট লাগবে না। আমার জানা মতে এফএফআর (FFR-Fractional Flow Reserve) এবং ইভাস (IVUS-Intravascular Ultrasound) এগুলা দেশে হয় না।

এগুলা কি জিনিস? জাউগগা। এহন তুমি ভুজুং ভাজুং লেখ সাইদির এগুলা করা লাগবো নাইলে সাইদি গেল। - কই গেল স্যার? সাইদি স্যার কি জেল থেকে ভাগবার চিন্তা করছে নাকি? কিন্তু কিভাবে? শুনেছি কড়া পুলিশী পাহারা। ঐ কে আছিস এই বলদা ডাক্তাররে কানের নিচে বয়রা দে কশাইয়া আর এরে বুঝাইয়া বল আমি যা বলি। এর পর রেটিনার পরিচালকরে ও ধইরা আনবি ওরে আমি নিজ হাতে বয়রা দিবো এই সব বাল ছালরে প্রশ্ন দেয় কি বুইঝা এরা।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.