আমাদের কথা খুঁজে নিন

   

দেলু রাজাকারের দরিদ্র কৃষক পিতার আশা পূর্ণ হয়েছে। কারণ ---

জগৎ পারাবার তীরে শিশুরা করে খেলা কোন এক ভোরে সারারাত ভ্রমন শেষে সদরঘাট লঞ্চ টার্মিনালে তিনি নামেন। পায়ে হেটে দ্বিতীয় স্ত্রীর যতেœর সাথে প্রেরিত পিঠার হাড়ি নিয়ে ক্লান্ত পিতা পৌঁছান তুখোড় বক্তা পুত্র দেলোয়ার হোসেন সাঈদীর আলীশান বাড়িতে। ড্রয়িং রুমে পুত্র তখন কতিপয় ধর্মভীরু ব্যক্তির সাথে ওয়াজ মাহফিল বক্তৃতার ভাড়া নির্ধারণে ব্যস্ত ছিলেন। দিনহীন বেশে নির্ঘুম ব্যক্তির পিঠার হাড়ি নিয়ে ছেড়া চপ্পল পায়ে সেখানে উপস্থিতি মঞ্চের চিত্র সম্পূর্ণ পাল্টে দেয়। ধর্মভীরু এক ভদ্রলোকের প্রশ্নের জবাবে আগন্তুককে তাদের বিশাল কৃষি জমির বর্গাচাষী মর্মে উপস্থাপন করে তুখোড় বক্তা দেলু রাজাকার। কথাটা প্রস্থানরত জন্মদাতার কর্নকুহরে প্রবেশ করে এবং ভাগ্যহত ঐ পিতা আর কখনো বাংলাদেশের ইতিহাসের ঘৃন্যতম অন্যতম মাওলানা(?) দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িতে যাননি এবং কোন সহায়তা নেননি। ভদ্রলোক পিতা বাড়িতে ফিরে পুত্রের এহেন আচরনের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান এবং ঘনিষ্ঠ এক বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করেন। তথ্যটি ১৯৮২ সালে প্রাপ্ত যখন দেলু রাজাকার খোলাখুলিভাবে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত হননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.