------ পাণ্ডুলিপি সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক কর্মশালা আয়োজনে : ‘স ম্পা দ না’ তারিখ : ২৩শে জুন, ২০১২ (সকাল ৯টা--রাত ৮টা) স্থান : বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা কর্মশালার বিষয়সূচি : ০ পুস্তক বিশ্লেষণ ০ সম্পাদনা কী ও কেন প্রয়োজন ০ পাণ্ডুলিপির ভাষা, স্টাইল ও বিষয় সম্পাদনা ০ সৃজনশীল পাণ্ডুলিপি সম্পাদনা ০ গবেষণামূলক পাণ্ডুলিপি সম্পাদনা ০ অনুবাদ সম্পাদনা ০ বাংলা বাক্য ও প্রমিত বাংলা বানান ০ প্রুফ সংশোধন ও শৈলী নির্ধারণ ০ ইনডেক্স বা নির্ঘণ্ট প্রণয়ন ০ তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি প্রণয়ন ০ মুদ্রণ ও বাঁধাই ০ অন্যান্য আবেদনপত্র সংগ্রহ : মধ্যমা, কনকর্ড এম্পোরিয়াম বইয়ের মার্কেট, কাঁটাবন, ঢাকা। (২২শে জুন দুপুর ১২টা পর্যন্ত) রেজিস্ট্রেশন : ‘সম্পাদনা’ কার্যালয়, ১১০ কনকর্ড এম্পোরিয়াম বইয়ের মার্কেট, কাঁটাবন রেজিস্ট্রেশন ফি : ১,০০০ টাকা (শিক্ষার্থীদের জন্য ৮০০ টাকা) যোগাযোগ- স ম্পা দ না, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্ঘণ্ট প্রণয়নকারী প্রতিষ্ঠান ১১০ কনকর্ড এম্পোরিয়াম বইয়ের মার্কেট, কাঁটাবন, ঢাকা (মঙ্গলবার বন্ধ) email: ======================================= workshop on Manuscript Editing & Book Publishing Date: 23rd June, 2012 (9 AM - 7 PM) Venue: Biswa Shahityo Kendro, Dhaka Sessions included: • Book analysis • What is editing & why editing • Creative manuscript editing • Academic manuscript editing • Language & style editing • Proof reading • Bangla syntax & spelling • Translation editing • Index & Glossary • Source, citation, reference, notes, bibliography • Printing & binding • etc. Forms available at: • Moddhoma (bookshop), Concord Emporium Book Market, Katabon, Dhaka Registration Fee: 1000 Taka (800 taka for student) For registaration: SOMPADONA, a manuscript editing & indexing house 110 Concord Emporium Book Market Katabon, Dhaka (11 AM - 7 PM, Tuesday off) Cell Phone: 01762 016131 email: .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।