my country creat me a ginipig
রাঙ্গামাটির শুভলংয়ে অস্ত্রের মুখে ১৩ জনকে অপহরণ
সিএইচটি-ডটকম ডেস্ক : রাঙ্গামাটির শুভলং ইউনিয়নের চিলেকডাক এলাকায় কলা বোঝাই বোট থামিয়ে অস্ত্রের মুখে একদল সশস্ত্র সদস্য ১৩ জনকে অপহরণ করেছে। অপহৃতরা সকলেই উপজাতীয় ক্ষুদ্র ব্যবসায়ী।
গত ১৭ জুন রবিবার সন্ধ্যায় বিলাইছড়ি থেকে রাঙ্গামাটি সদরে কলা বিক্রির জন্য ইঞ্জিন চালিত বোটে করে আসার সময় তারা সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। বরকল উপজেলার শুভলং ইউনিয়নের চিলেকডাক এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র সদস্য ২ থেকে ৩ রাউন্ড ফাঁকা গুলি করে কলা বোঝাই বোটটি থামায়। এতে সশস্ত্র সদস্যরা বোটে থাকা ১০জনকে অস্ত্রের মুখে অপহরণ করে।
ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর টহল দল ঘটনাস্থলে যায়।
অপহৃতরা হলেন, উজ্জলেন্দু চাকমা(৩৫), রুপম চাকমা(৩২), ইল্লো চাকমা(৩২), রেঞ্জার চাকমা(২৩), মনি চাকমা(২৭), সাধন চাকমা ওরফে ভট্টায়ে(৪০), কান্তি চাকমা(৩৯), অজিত চাকমা ওরফে কালায়ে(৪০), এলেন চাকমা(২৬) ও অমর সিং চাকমা(১৮)। অপহৃত সবাই ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের সবাইয়ের বাড়ী জুরাছড়ির বনযোগী ছড়া ইউনিয়নের চটপটিঘাট এলাকায়।
অপরদিকে, একই সময়ে রাঙ্গামাটি সদর থেকে বরকল উপজেলা সদরে যাওয়ার সময় চিলেকডাক এলকায় সশস্ত্র সদস্যরা একই কায়দায় বোট থামিয়ে ৩ জনকে অপহরণ করে নিয়ে যায়।
এরা হলেন পূর্ন বিকাশ চাকমা(৩৫), কানুনগো চাকমা(২৮) ও জুনেল চাকমা(২৪)।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জুরাছড়ি উপজেলা সমন্বয়কারী রিটেন চাকমা এ অপহরণ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে অবিলম্বে নিরীহ ব্যবসায়ীদের মুক্তির দাবী করেছেন। ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা এই অপহরণের ঘটনার সাথে ইউপিডিএফ জড়িত নয় দাবী করে বলেছেন, কারা এ অপহরণ ঘটনা ঘটিয়েছে আমাদের জানা নেই। সাধারন মানুষ বা ব্যবসায়ীকে অপহরণ করার প্রশ্নই আসে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।