সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। আপনি ইসলাম নিয়ে যত গভীরে যাবেন, ইসলাম আপনাকে তত গভীরে নিয়ে যাবে । অসংখ্য সত্য উন্মোচিত হবে, ভ্রান্তি নিরসন হবে, জীবনধারা, চিন্তা-চেতনায় আমূল পরিবর্তন ঘটবে এবং হয়তো প্রচলিত সমাজব্যবস্থার প্রতি কিছুটা বিতৃষ্ণা সৃষ্টি হবে । অবশেষে হয়তো আপনি নিজেকে কিছুটা বিচ্ছিন্ন হিসেবে আবিষ্কার করবেন। ইসলামের সৌন্দর্যকে যখন আপনি আবিস্কার করবেন , তখন আপনার বারবার মনে হবে, কেন আমি আরো আগে এই সুন্দরকে ধরলাম না ।
সুতরাং শয়তানের পথ পরিহার করে ইসলামের তথা আল্লাহ'র পথে আসুন , জীবনকে জান্নাতমুখী হিসাবে গড়ে তুলুন । আল্লাহ আমাদের তওফিক দিন ।
আল্লাহ বলেন ,
“হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তাঁর কোন ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান”।
(সূরা তাওবা ৩৮-৩৯)
রাসুল (সাঃ) বলেনঃ আল্লাহ তা‘আলা বলেছেন,
"হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরী কর ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। "
[তিরমিযী : ২৬৫৪; ইবন মাজাহ : ৪১০৭]
অতএব , আমাদের জীবন হোক সত্যের উপর , শাশ্বত ইসলামের পবিত্রতার আহবানে এবং আল্লাহ'র সন্তুষ্টিতে পরিপূর্ণ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।