১।
--হ্যালো এটা কি কেজিবি ?
-- না, কেজিবি ধ্বংস হয়ে গেছে ।
আবার ফোন :
-- হ্যালো, এটা কি কেজিবি ?
-- না, কেজিবি ধ্বংস হয়ে গেছে ।
কিছুক্ষন পর আবার একই ফোন
-- হ্যালো, এটা কি কেজিবির সদর দপ্তর ?
-- না । আপনি কে মশাই ? ক’বার আপনাকে বলতে হবে যে কেজিবি ধ্বংস হয়ে গেছে ?
-- আহা, এত চটছেন কেন ? ভাল খবরটা বার বার শুনতে কার না ভাল লাগে, বলুন ?
২।
প্রশ্ন : পাউণ্ড, ডলার ও রুবলের পারস্পরিক বিনিময় হার কত ?
উত্তর : এই পাউণ্ড ওজনের রুবলের দাম এক ডলার ।
৩।
বঁড়শিতে মাছ ধরছে একজন । ফাৎনা ডুবছে । টেনে তুলে সে দেখল, সুন্দর একটা সোনালি মাছ ।
লোকটিকে কাতর অনুনয় বিনয় করে মাছটি বলল :
-- আমাকে ছেড়ে দাও, তোমার যে কোন ইচ্ছে আমি পূরণ করে দেব ।
-- যে কোনও ইচ্ছে ? ঠিক আছে, তাহলে সব কমিউনিস্টকে কফিনে ভরে সমুদ্রে ভাসিয়ে দাও ।
-- সব কমিউনিস্টকে ? তাদের মধ্যে তো অনেক ভালো কমিউনিস্ট আছে ।
-- বেশ । তাহলে ভাল কমিউনিস্টদের ভাল কফিনে ভরো, আর খারাপ কমিউনিস্টদের ভরো খারাপ কফিনে ।
৪।
গর্বাচভের জমানা । রুবলের দাম তখন কানাকড়িও নয় । গোটা সোভিয়েত ইউনিয়ন জুড়ে নিত্যপণ্যের অবিশ্বাস্য দুষ্প্রাপ্যতা । সেই সময় মাছের দোকানে শোনা গেল নিম্নোক্ত কথোপকথন :
ক্রেতা : কড মাছ আছে ?
বিক্রেতা : নেই ।
ক্রেতা : হেরিং আছে ?
বিক্রেতা : নেই ।
ক্রেতা : স্যামন আছে ?
বিক্রেতা : নেই ।
ক্রেতা : ম্যাকারেল আছে ?
বিক্রেতা : শুনুন মশাই, এটা মাছের দোকান । ইনফর্মেশন ব্যুরো নয় ।
৫।
প্রশ্ন : কখন গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ হবে ?
উত্তর : চীন দেশের লোকেরা যখন কাঠি ছেড়ে কাঁটাচামচ দিয়ে খেতে শুরু করবে ।
৬।
প্রশ্ন : চীনে বেড়ালদের মেরে ফেলা হচ্ছে কেন ?
উত্তর : কারণ তারা মাও না বলে ম্যাও বলছে ।
৭।
প্রশ্ন : কমিউনিজম এবং নিজের স্ত্রীর মধ্যে মিল কোথায় ?
উত্তর : দুটোই হাতল বিহীন সুটকেসের মত ।
টানাও কঠিন, ফেলে দিতেও লজ্জা হয় ।
৮।
মাও-সে-তুং (অধুনা মাও-জে-দং) টেলিগ্রাম পাঠালেন ক্রুশ্চেভকে :
চীনে দুর্ভিক্ষ । দয়া করে খাদ্যদ্রব্য পাঠান ।
ক্রুশ্চেভ উত্তর দিলেন :
আমাদের নিজেদের অবস্থাও রীতিমতো সঙ্কটজনক ।
তাই কোনো খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব হচ্ছে না । পেটে পাথর বাঁধুন ।
মাও এর ফিরতি টেলিগ্রাম : জরুরী ভিত্তিতে পাথর পাঠান !
৯।
প্রাগের সরকারি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছেন এক চেকোস্লোভাকিয় নাগরিক । কাউন্টারে ক্যাশিয়ারের সঙ্গে তাঁর কথোপকথোনের ধারাভাষ্য :
-- অ্যাকাউন্ট খুলতে গেলে নিদেন পক্ষে কত জমা দিতে হবে ?
-- কুড়ি ক্রোন ।
-- ব্যাঙ্ক যদি হঠাৎ দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে ?
-- আপনার জমা টাকার ব্যাপারে যাবতীয় নিশ্চয়তা দেয় আমাদের রাষ্ট্র ।
-- যদি আমাদের রাষ্ট্রের খারাপ একটা কিছু হয় ?
-- আমাদের রাষ্ট্রের নিরাপত্তার গ্যারান্টি দেয় সোভিয়েত ইউনিয়ন ।
-- আর যদি খোদ সোভিয়েত ইউনিয়নেরি খারাপ কিছু হয় ?
-- এমন একটা সুসংবাদের জন্য মাত্র কুড়ি ক্রোন জলাঞ্জলি দিতেও আপনার আপত্তি ?!
১০।
গো-খাদ্যের প্রচণ্ড আকাল দেখা দেওয়ায় বিজ্ঞানীদের আশ্চর্য কৌশলে জিরাফের সঙ্গে গাভীর সঙ্কর তৈরি হল । উদ্দেশ্য : খাদ্যের জন্য সে লম্বা গলা বাড়িয়ে দেবে ইউরোপে, আর দুধ দেবে সোভিয়েত ইউনিয়নে !
আরো দেখতে পারেনঃ
কমিউনিস্ট জোক্স কালেকশান -১ ( উৎসর্গঃ কমিউনিস্টদের)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।