আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারের আটক ২৫ নাগরিককে পুশব্যাক

যখন শুনি কেউ এদেশের খেয়ে-পড়ে দুর্ণাম করে এ দেশের তখন শরীরে জ্বালা ধরে যায়, ইচ্ছে করে পিষে মারি শা__দের।

সুত্র: প্রথম আলো, ১২/৪/২০১১ Click This Link কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের ২৫ নাগরিককে আজ মঙ্গলবার ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ বাজারপাড়া ঘাট দিয়ে তাদের পুশব্যাক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ বিওপির বিজিবির একটি টহল দল শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বদিউর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৫ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ, ১১ জন নারী ও আটটি শিশু রয়েছে। বিজিবির ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.