!
বঙ্গোপসাগরের বিতর্কিত সীমানার ভিতর মিয়ানমার তেল ও গ্যাস অনুসন্ধান কাজ শুরু করেছে বলে খবরে জানিয়েছে বিডিনিউজ ।
খবরের ভাষ্যমতে বেশকিছুদিন আগে থেকেই মিয়ানমার এই অঞ্চলে গ্যাস অনুসন্ধান করছে, আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করছে আজকে। ঘটনাস্থলে নাকি নৌবাহিনীর জাহাজও পাঠানো হয়েছে।
আমরা অনেকদিন ধরেই এ জাতীয় অবস্থা দেখে আসছি। আমাদের সমুদ্র সীমা আজো পর্যন্ত নির্ধারণ করা হল না। ভারত, মিয়ানমার আমাদের এলাকাতে বিভিন্ন কোম্পানীকে দিয়ে তেল গ্যাস অনুসন্ধানের কাজ করাচ্ছে। আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব........... আর আমাদের সরকার প্রধান ও রাজনৈতিক দল গুলো বলবে, আমার বলার কিছু ছিলনা.....
আমাদের উচিত অতিসত্বর সমুদ্র সীমা নির্ধারণ করার জন্য সরকার ও রাজনৈতিক দল গুলোর উপর চাপ তৈরি করা।
ছবিসূত্রঃ উইকিপিডিয়া (ছবিটি খবরের সাথে সম্পৃক্ত নয়)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।