ধাঁধা-১০৯
মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অংগটি স্বাভাবিক অবস্থা থেকে ১০ গুন বেড়ে যায়?
ধাঁধা-১১০
লাল গাভী বন খায়
জল খেয়ে মারা যায়।
ধাঁধা-১১১
এক লোক হেঁচকি দিতে দিতে একটা দোকানের ভিতর থামল। লোকটি দোকানদারকে জিজ্ঞেস করল: খুব হেঁচকি হচ্ছে, একটু পানি দেন।
দোকানদার হঠাৎ করে একটা পিস্তল লোকটির কপালের দিকে তাক করলেন।
কি আশ্চর্য! লোকটি দোকানদারকে ধন্যবাদ দিয়ে চলে গেল।
বলতে হবে, লোকটি দোকানদারকে কেন ধন্যবাদ দিয়ে চলে গেল?!
ধাঁধা-১১২
আপনি আপনার তোয়ালে রদে শুকাতে একটি তারের উপরে ঝুলিয়ে রেখেছেন। দেখতে পেলেন তাওয়ালের উপর এক জোড়া চঁড়ুই বসে আছে। তাদের বিরক্ত না করে কি ভাবে তোয়ালেটি নিবেন?
ধাঁধা-১১৩
কোন রকম গাণিতিক চিহ্ন ব্যবহার না করে কেবল মাত্র তিনটি অংক ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটি লিখুন তো।
ধাঁধা-১১৪
পারলে বলেনত দেখি – বন থেকে বাহির হয় ওঝা পাছায় লাঠি মাথায় বোঝা। এইটা কি?
ধাঁধা-১১৫
এক লোক হোটেলে গিয়ে একটি মুরগীর ডিম ভাজার অর্ডার দিল।
অনেক্ষণ বসে থাকার পর ওয়েটার ছেলেটি এসে একটা বাজে ডিম দিয়ে গেল। অবাক কান্ড! লোকটি কোন প্রতিবাদ না করে খুব মজা করে ডিমটি খেয়ে বিল দিয়ে চলে গেল।
কারণটা কী?
ধাঁধা-১১৬
পারলে বলেনত দেখি – এক বেটির নাম পার্বতি, নাচতে নাচতে গর্ভবতী। এইটা কি?
ধাঁধা-১১৭
কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি?
ধাঁধা-১১৮
পারলে বলেনত দেখি – এক গাছে তিন তরকারী বলতে পারে কোন বেপারী।
এইটা কি?
ধাঁধা-১১৯
কোন জিনিস কঠিন, হাত দিয়ে ধরা যায়, কিন্তু পরিষ্কার দিনের আলোতেও চোখে দেখা যায় না?
ধাঁধা-১২০
পারলে বলেনত দেখি – জল নয়, বৃষ্টি ও নয় কিন্তু ভিজে সারা, বাড়ীঘর ডুবল-ডুবল পাহাড়েরও চূড়া। এইটা কি?
আগের পর্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।