আমাদের কথা খুঁজে নিন

   

বিতর্কিত রহস্য

দুর্ভাগ্যের রোষানলে একজন অতিমানব এলিয়েন! কি ভয়ংকর তাই না? আবার অবিশ্বাস্যও তাই কি না? হতে পারে তা মনুষ্য আকৃতির কিংবা আরো বিশাল । একটা ব্যাক্টেরিয়াও কিন্তু হতে পারে এলিয়েন । এরকম একটা এবসার্ড জিনিস যেটার অস্তিত্ব নিয়ে সন্দিগ্ন মানুষ । সেটা নিয়ে কিন্তু অহরহ মাতামাতি হয়েছে পৃথিবীতে এবং হচ্ছেও । ছোট্ট এই গ্রহটিতে এর পরিসীমার ব্যাপ্তি গ্যালাক্সি পর্যন্ত গড়িয়েছে ।

অথচ আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ বৈজ্ঞানিকরা উপস্থাপন করতে পারেন নি । মাঝে মাঝে এরকমও শোনা গেছে উমক স্থানে ইউ এফ ও দেখা গেছে । উড়ন্ত সসার উত্তর আমেরিকার আকাশ জুড়ে উড়ে গেছে । শত শত মানুষ তাকিয়ে দেখেছে । আবার শোনা গেছে মহাজাগতিক একটা উল্কাপিন্ড যা তে লক্ষ মিলিয়ন বছরের পুরানো ব্যাক্টেরিয়ার ফসিল পাওয়া গেছে ।

পৃথিবীর বিস্ময়কর কিছু স্থাপনা আছে যেগুলো ধারণা করা হচ্ছে মানুষের পক্ষে ইম্পসিবল । বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ যারা বলেছেন স্বচক্ষে এলিয়েন দেখার কথা । আবার পৃথিবীর নানা রহস্যময় অতিপ্রাকৃতিক ব্যাপার গুলোর সাথে জড়িয়ে আছে এলিয়েন । যেমন বারমুডা ট্রায়াঙ্গল । যে যাই বলুক; যা ই হোক এলিয়েনের পৃথিবী পরিভ্রমণের কিছু ইমেজ বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে চেষ্টা করেছি এখানে ।

নব্বই এর শেষে এ দুটিকে ফটোবন্দি করে ক্যালিফোর্নিয়ার স্ট্রিট ক্যামেরা । এখানে আরো স্পষ্টভাবে তা দেখানো হয়েছে । টোকিওর একটি মর্গে একটা বিকৃত কিন্তু ভিন্ন গঠনের অধিকারী একটা দেহ। টোকিওর একটা মর্গে এক্সপেরিমেন্টের জন্য রাখা এলিয়েন লাশ। কাঁচের কফিনে মৃত এলিয়েন ।

ছবিটা সম্ভবত উনিশ শতকের শেষের । পেরুর একটি গহীন অঞ্চলের পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা এলিয়েন। এই ছবিটি উত্তর আমেরিকার প্রিজন স্টেটের । দীর্ঘদিন বেচারাকে সেখানে থাকতে হয়েছে। সিক্রেট এজেন্টের কিছু লোক সন্দেহবশত পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটিকে পাকড়াও করে।

নর্থ ডাকোটার একটি হসপিটালে মৃত এলিয়েনের দেহটি পরীক্ষা নীরিক্ষা করে দেখা হয়। অস্ত্রপচারের পর ক্ষত বিক্ষত দেহ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি দুর্লভ চিত্র। ক্ষুদ্র এলিয়েনের মহাযুদ্ধে অসামান্য কৃতিত্ব পরিশেষে একটি কথাই বলতে চাই । আমি এলিয়েন বিশ্বাস করি! আমাদের এই মহাজগতে রয়েছে প্রায় একশো বিলিয়ন গ্যালাক্সি , গড়ে এদের প্রতিটিতে রয়েছে একশো বিলিয়ন নক্ষত্র ।

সবগুলো গ্যালাক্সিতে হয়তো রয়েছে নক্ষত্রের চেয়েও বিপুল সংখ্যক গ্রহ । হতে পারে তা দশ বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যক 〖১১〗^১১×〖১১〗^১১= 〖১১〗^২২ টি । এতো বিশাল সংখ্যার বিপরীতে এর কতটুকু সম্ভাব্যতা যে , কেবল একটি সাধারণ নক্ষত্র সূর্যেরই থাকবে প্রানপ্রাচুর্যময় গ্রহ । কেন আমরা বিশ্বব্রক্ষান্ডের এক বিস্মৃত নগন্য প্রান্তে স্থান পেয়ে এতটা সৌভাগ্য অর্জন করবো? আমার কাছে এটিই বেশি মনে হয় যে এই মহাবিশ্ব প্রাণে প্রাণে ভরপুর হয়ে আছে । আমরা মানুষেরা তা এখনো জানি না ।

আমাদের অনুসন্ধান মাত্র শুরু হয়েছে । যদি আমরা এই সমগ্র মহাবিশ্বে এক সাথে না হয়ে বিক্ষিপ্ত ভাবে প্রবিষ্ট হতাম তবে আমরা আমাদের কাউকে কোনো গ্রহ কিংবা গ্রহের নিকটে আবিস্কার করতাম তার সম্ভাবনা হতো এক বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নের এক ভাগ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.