আমাদের কথা খুঁজে নিন

   

চোরা

I am Bangladesh supporter অনেক কষ্টে কবি মামা লিখেছিল ছড়া সম্পাদক আপুর কাছে গিয়ে পড়ল সে ধরা। কাঁদতে কাঁদতে ফিরল সে তার লেখা নাকি নকল আমি হাসি, তিথি হাঁসে নকল ছাড়া সব অচল । রবি দাদু করেছিল লালন নানার নকল ঐ যে আছে না আমাদের জাতীয় সংগীত লালনের সুরে কি না। এসব করেও তিনি পেয়েছেন নোবেল পুরস্কার, আর তুমি কি না পেলে সম্পাদকের তিরস্কার। কবি মামা কান্না থামাও বেশি ন্যাকামি ভালো না, তোমার জন্য কষ্ট লাগে বুকে লাগে যাতনা । তিথি আর আমি মিলে বের করব পত্রিকা তার মধ্যে সকল লেখা তোমার আর লাগাবে তোমার টাকা। শুনে কবি মামা নাচে নাচে সারা দুনিয়া এই পত্রিকা কে পড়বে লেখা যায় যদি চিনিয়া । বাংলায় তো গাধা পাঠকের নেই তো কোনো অভাব মন্ত্রী থেকে পেয়াদা পর্যন্ত চুরি করাই স্বভাব।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।