♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম আমরা সবাই চোর রোজকার চোর মঞ্চে কমবেশি সবাই চোর হই; কমবেশি সবাই চুরি করি। চুরি না করলে মানব জীবন পূর্ণ হয়না আমরা জন্ম থেকে মৃত্যু অবদি কিছু না কিছু চুরি করে যাই। কে জানে আমাদের কারো কারো জন্মবীজ হয়ত চোরা পথে এসেছে। কনডমের চোরা ফুটো দিয়েই হয়ত চোরা বীর্য আমাদেরকে চোরা করে জন্ম দিয়েছে। আমরা চোর না হলে ডাকাত হতাম কিংবা তার চে’ বড় কিছু যেহেতু আমরা অল্পে তুষ্ট সেহেতু ডাকাত হওয়ার চেয়ে চোর হওয়াই সহজ মনে হয়। আমাদের চোরা কাব্যেই আমরা কবি হই চোরা বাক্যে বাহবা পাই চোরা শব্দে ঘায়েল হই, আনন্দ পাই আমাদের তুলে রাখা যে ভদ্র মুখোশ সেটাও চোরা মুখোশ মাঝে মাঝে চোর হয়েও আমরা প্রতিবাদী হয়ে বলি আসলে আমরা চোর নই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।