আমাদের কথা খুঁজে নিন

   

বললেই তো হইতো



একবার ক্লাসের সবাই মিলে ঠিক করলাম এবার সবাই একসাথে ফেল করবো। তাইলে সবাই কেন ফেল করলো এই জন্য ম্যাডামকে প্রিন্সিপল ডাকবে আর আমরা মজা পাব।

পঁচিশ মার্কের পরীক্ষা। যেইকথা সেই কাজ। পরীক্ষা শেষ করে সবাই খুশি।

সবাই শুধু একটা করেই প্রশ্নের উত্তর দিয়েছে, ফেল এবার নিশ্চিত।

পরদিন খাতা দিল। সবাই ফেল করলো আর আমি পেলাম সাড়ে নয়, মানে দশ। আমি ছাড়া সবাই ফেল। এইডা কোন কথা হইলো? সবাইরে ফেল করাইয়া আমারে পাশ করায়ে দিল!

বন্ধুরা সবাই আমারে গালাগালি শুরু করলো।

বুঝাইতেই পারতেছি না যে আমি শুধু একটা প্রশ্নেরই উত্তর দিসি,খাতা দেখার পর সবাই বিশ্বাস করলো। যথারীতি প্রিন্সিপল ম্যাডামকে না ডেকে আমাদের সবাইরে ডাকলো,আর জিজ্ঞেস করলো যদি একজন পাশ করতে পারে তাইলে তোমরা পার নাই কেন? নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়লাম (আমি ছাড়া)।

যাক, আমার তখন চিন্তা একটাই ছিল, ম্যাডামের যদি আমার উপর ক্র্যাশই থাকে তাইলে বললেই তো হইতো! এভাবে বোঝানোর কি দরকারই বা ছিলো?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.