একটি কাল্পনিক পোষ্ট : আমি আসলে জানিনা পোষ্ট করা উচিত হল কি না । । ।
একটা ব্যাপার বুঝিনা , যদি ট্রাইব্যুনাল গঠন হবে তবে এর কাজ এতো ধীর গতিতে কেন যায় । ।
ট্রাইব্যুনাল কেন গঠন হয় আমরা অনেকে জানিনা । আসলে এর কাজ হল খুব দ্রুত এর আওয়ায় যে সংঘটিত অপরাধ হয়ে থাকে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা ।
বাস্তবে কিন্তু আমরা তার ভিন্নতা দেখতে পাচ্ছি ।
এই সরকার চার বছর পার করে আসলেও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তেমন ভাবে অগ্রসরের কোন ভুমিকাই রাখেনি । লোক দ্যাখানো কিছু কাজ করেছে আর তা হল জেলে পুরে বসিয়ে বসিয়ে সরকারি টাকায় খাবার দাবার খাইয়ে জামাই আদরে রাজাকারের দল গুলোকে বাচিয়ে রাখছে ।
।
জনগন ও বোকা , আইনের প্রতি শ্রোদ্ধা দেখিয়ে কেউ কথাও বলে না ।
(আইনের ধারা টারা উল্লেখ করতে পারবো না , এক আইনজীবির কাছে শুনেছি । )
যদি প্রধান বিচার প্রতি মনে করেন যে , দেশের সার্থে কিংবা জাতির কল্যাণে কোন বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে যথা সময়ের বেশি সময় চলে যায় (এখানে তিনি কোন টাইমের কথা উল্লেখ করেন নি )তবে অন্য যে মামলা গুলো রয়েছে তা স্থগিত করে ট্রাইব্যুনালের মামলা গুলো সবার আগে প্রাথান্য দিবেন । ।
///
জাতির কাছে প্রশ্ন :
যারা আইন তৈরি করে , আবার তারাই আইন মানে না । ।
বললেই তো বলবেন যে বলছি ,,
আইনের কোন ফাক নাই । ফাক রাখে সরকার ফাঁক রাখে বিচার পতি ,ফাক রাখে বিরোধীদল , ফাক রাখে টাকা ।
আমরা সবাই টাকার কাছে বিক্রি ।
যত্তসব ফাউল কারবার সব মানুষের মাঝেই । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।