সমাজকর্মী ওনারা যখন মহান সংসদে বসে যা খুশি তাই বলেন এবং করেন তখন সংসদের পবিত্রতা নষ্ট হয় না, দেশের গনতন্ত্র বিপর্যস্ত হয় না! হয় শুধু, ওনাদের নিয়ে সাধারন জনগন কথা বললে। জনগনের ম্যান্ডেড নিয়ে সংসদে বসেছেন বলে বড়াই করেন মিয়ারা, জনগনের কথা ভাবেন কখনো? জনগনের প্রতিনিধি হিসেবে সংসদে বসে জনগনের জন্য এ পর্যন্ত কি উদ্ধার করেছেন, বলতে পারেন? আরে মিয়ারা জনগনের প্রতিনিধি হওয়ার বড়াই যে করেন, সেখানে কি আপনাদের কোন ভূমিকা আছে? সাধারন মানুষ নিতান্তই অসহায়, তাই ভোট পান আপনারা! তা না হলে এতোদিনে আস্তাকুড়ে ছুঁড়ে মারতো। যদিও এখনো সেটা করেননি, তবে ভবিষ্যতে যে সেটা করবেন না, বলা মুশকিল! অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার তো শুধু নীতিহীনতার কথা বলেছেন, তাতেই এতো গায়ে লেগেছে? উনি নিতান্তই ভদ্র মানুষ, তাই ওইটুকু বলে থেমেছেন। ভবিষ্যতে আরো অনেকে অনেক কিছুই বলতে পারেন, প্রস্তুত থাকুন। সাধারন মানুষ রাস্তায় নামলে কি হয়, সেই ইতিহাস তো জানেন? আর এনজিও দের লুটপাটের কথা বলছেন? সেটাতো তবুও অনেক ভালো, কারন তাঁরা বিদেশ থেকে টাকা আনে বিনা সুদে। সেই টাকা যদি দেশের মধ্যে লুটপাট হয়, তাহলেও তো সেটা দেশেই থাকে। কিন্তু আপনারা যে বিদেশী প্রভূদের কাছে হাত-পা ধরে কঠিন শর্তে সুদের উপর টাকা নিয়ে এসে সেই টাকা লুটপাট করছেন, দেশের সাধারন মানুষকে ঋনে জর্জরিত করছেন। সেটার জবাব দিবে কে? এখনো সময় আছে....সাধারন মানুষের কথা ভাবুন, সাধারন মানুষের রাজনীতি করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।