আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . ব্লগ মানে নাকি সাম্প্রতিক,সমসাময়িক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি । যদি আমার জানায় ভুল না থাকে ।গল্প ,উপন্যাস ,ফান কিংবা কবিতা ব্লগিং এর আওতায় পড়ে না ।যদি এই কথাটি সত্য হয় তাহলেতো দেখি সেলিব্রেটি ব্লগার থেকে শুরু করে আম ব্লগার কেউই ব্লগিং করে না ।তাহলে সামু কি ব্লগ নয় ?আমরা যারা একটু ফান ,একটু আবেগ ,একটু লুলামি মিশিয়ে গল্প লিখি ,উপন্যাস লিখি কিংবা নিজের কথা লিখি অথবা মনের আনন্দে টাকা ইনকামের পথ দেখিয়ে সবাইকে কোটিপতি বানানোর উপায় বলি কিংবা হালকার উপর ঝাপসা বিষয়বস্তু নিয়ে লেখালেখি করি আমরা কি ব্লগার নই !হায় আল্লাহ আমার এখন কি হবে !আমার কি ব্লগার হওয়া আর ব্লগিং করার আশা পুর্ন হপে না !(ব্যাফক কান্নাকাটির সহিত দুঃখের ইমো হবে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।