দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
আজ ১৯ই ডিসেম্বর, ২০১৩ইং, রোজ বৃহঃস্পতিবার । আজ বাংলা ব্লগ দিবস । ২০০৯ সালে ১৯ই ডিসেম্বরকে আনুষ্ঠানিকভাবে বাংলা ব্লগ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় । এরপর থেকে প্রতিবছর এই দিনে বাংলা ব্লগ দিবস পালন করা হয় বলে জানা গেছে ।
স্বাধীন মত প্রকাশ, প্রগতির পথে বাংলা ভাষা, সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া ব্লগের অন্যতম উদ্দেশ্য । আর ব্লগাররাই যেহেতু এই গুরুদায়িত্ব পালন করে থাকেন, তাই ফোকাসটা থাকবে তাদের দিকেই ।
আমারও ইচ্ছে ব্লগার হওয়ার । ইচ্ছে না বলে স্বপ্ন বলা ভাল । আমার স্বপ্ন, আমি ব্লগ লিখবো, আমার ব্যক্তিস্বত্বা ভার্চুয়াল জগতে একটা পজিটিভ পরিচিতি পাবে ।
মানুষ স্বপ্ন লালন করে, আমি অনেকসময় বলে দিই । ইচ্ছে পূরণের পূর্বেই পৃথিবী থেকে প্রস্থান হয়ে গেলে স্বপ্নের কথা কেউ জানবে?
আমার কাছে ব্লগের তাৎপর্য অনেকটা এরকমঃ আমি যদি রাজনৈতিক ইস্যুতে মানুষকে আমার ব্যক্তিগত অভিমত জানাতে চাই,
তাতে পত্রিকা, ফেসবুকই ভরসা । পত্রিকায় ডাকযোগে লেখা পাঠালে নির্বাচকের মনমতো হলে তবেই 'পাঠক কলাম' টাইপ কিছুতে আমার লেখা নিবে, নইলে না ।
ফেসবুকে অনেক সীমাবদ্ধতা আছে । ব্লগই উপযুক্ত মনে হয়েছে আমার কাছে ।
নুন্যতম মানসম্পন্ন লেখক হলেও প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়া হয় 'সামহোয়্যার ইন ব্লগে'র মত জনপ্রিয় বাংলা ব্লগগুলোতে । আর একটা লেখা পোস্ট করলে অনেক মানুষের চোখে পড়ছে, পক্ষে-বিপক্ষে মতামত আসছে । অনুপ্রেরণা পাবার জায়গাটা কিন্তু এখানেই...।
বাংলা ব্লগিং হোক স্বাধীন, আইন করে প্রকোষ্ঠে ঢুকিয়ে দেওয়া না হোক । হ্যাপি ব্লগিং ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।