আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং ??

স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি । ব্লগে এইগুলা কি হইতাসে ? এই কি ব্লগিং ?? Common sense দেশে Common না জানি , তাই বলে এতোই Uncommon ? ছাগলামি তো মাত্রা ছাড়িয়ে গেলো । যারা শিক্ষিত ( অন্তত ডিগ্রি অনুসারে ) , নিজেদের আধুনিক ভাবেন তাদের মধ্যে আরও অনেক বেশী সচেতনতা থাকা উচিত মুখ দিয়ে কিছু বের করার আগে ।

এই যদি হয় মুক্তচিন্তা , তাহলে বলতে হয় আমরা এখনও মুক্তচিন্তা চর্চার যোগ্য না । ব্লগিং করার দরকারও নাই আমাদের । এই জ্ঞান পাপীদের বাল ছিঁড়াছিঁড়ির জায়গা বন্ধ করে দেওয়া হোক । আপনার রুচিবোধ আহত করে থাকলে দুঃখিত । যদিও হওয়ার কথা না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.