ফাঁসির মঞ্চ থেকে আমাদের যাত্রা শুরু
বাঁচার কথা উঠছে? কার? শুধুই আপনার। অন্যদের কথা আমরা থোরাই কেয়ার করি। বাঁচার চিন্তা নিজের। Global warm নিয়ে সবাই উদ্দ্বিগ্ন আমরা। কিন্তু ফলাফল কি? ফলাফল হল এ দিয়ে কিছু টাকা আয় করে খেতে পারছি আমরা।
মূলত ভাবছি ক'জন? অধিকাংশ লোক জানেই না মূল ব্যাপারটা কোথায়। Global warming এর ফলাফল কি, এর শেষ কোথায় ইত্যাদি কিছুই সম্পর্কে পুরোপুরি ধারনা নেই। প্রধান কারন আমরা এক প্রকার অশিক্ষিত, uneducated. সার্টিফিকেট গাদায় গাদায় অর্জন করে শুধু বৌ বাচ্চা নিয়ে মাথা ঘামাতে শিখেছি। সারাদিন চাকরি/কাজ করছি আর রাতে নিজের একান্ত সময় কাটাচ্ছি।
বেশ কিছু জায়গায় blogging কে আঁতলামি বলা হয়!! কারনটা সবাই জানি।
ব্লগ এ অসাধারন কিছু লেখক আছেন। কিছু আমলা আছেন। আর আঁতেল এরতো অভাব নেই। যাদের কাজ শুধুই blogging. blogging কে যথেষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ব্লগ শিল্প এগুচ্ছে।
লেখক এগুচ্ছেন। শুধু যাকে নিয়ে লেখা মাঝে মাঝে তার খোঁজ থাকেনা। সবাই যদি রাজা হতেই পছন্দ করে তবে প্রজা হবে কে? কাজ করার লোকও প্রয়োজন, শুধু বসে বসে সারা বছর আলোচনা করলাম আর কিছু দিন পর পর সবাই কাজের অগ্রগতি হচ্ছেনা বলে হুটোপুটি শুরু করছি। কি লাভ আসলে? Field এ তো লোক প্রয়োজন।
(আশা করি আমার মেসেজ টা ধরতে পারবেন।
এর সহজ করে বলার ক্ষমতা যাদের আছে লিখবেন প্লিজ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।