চিন্তা-চেতনা
আপনি কী ব্লগিং করেন?
সো, আপনি একজন ব্লগার।
সো, আপনি একজন মুক্ত চিন্তার মানুষ।
সো, আপনি একজন মুক্ত চিন্তাবিদ। চিন্তা ও দর্শনের সনাতন চৌকাঠ ডিঙিয়ে যিনি চিন্তা করতে ও করাতে ভালোবাসেন-চিন্তাবিদ তো তিনিই।
আর ‘এ রিয়েল থিঙ্কার ইজ এ রিয়েল জার্নালিষ্ট’।
সো, আপনিই আমাদের আদর্শ । আপনার মধ্যে আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পাই।
সো, আপনিই পারেন বদলে দিতে আমাদের এই পুরাতন ও জীর্ণ সমাজ।
মুগল ও সুলতানী যুগের ৫০০ বছর,
বৃটিশ যুগের প্রায় ২০০ বছর,
পাকিস্তানের ২৪ বছরÑকত বোঝা বইবে এ জাতি?
আমরা এখন আমাদের ৪০ বছরের বাংলাদেশের আসল চেহারাটা দেখতে চাই। আমাদের সকল অর্জন, ব্যক্তি ও সমাজ জীবনে আমাদের সাফল্য, জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান কৃতিত্ব আমদের জনগণের।
আমদের জনগণ, তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম, নদী সিকস্তী জনগণের কান্নাÑ আমাদের ইতিহাস। নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র ঋণের বিকাশ, কৃষি, মৎস ও গরু-হাস-মুরগী খামারীদের স্বনির্ভরতা, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে আমাদের সাফল্য ও অগ্রগতি আজ আমাদেরকে জাতি হিসেবে সল্প উন্নত জাতি থেকে মধ্য আয়ের জাতিতে পরিণত করেছে। বাংলাদেশের এই
ভূগোল ও ইতিহাসটা নিয়েই আমরা থাকতে চাই।
ভূতের মতো পিছু হাঁটা নয়Ñআমরা সামনে চলতে চাই। আর আপনি, আপনার মুক্তচিন্তা ধারার বিকাশ জাতিকে সামনে এগুবার পথ দেখাতে পারে।
‘সো জয়েন উইথ আসÑ লেটস ওয়াক টুগেদার উইথ রিয়েল ব্লগিং। এ রিয়েল ব্লগার এ রিয়েল জার্নালিষ্ট। ইট্স এ ডিজিটাল জার্নালিজম। এ রিয়েল ব্লগ ক্যান মেইড দ্য চেঞ্জ’।
আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন।
আপনপর সাড়া পেলে আমরা শুরু করব নতুন এক অভিযাত্রা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।