আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম -ইলামের, কোরআনের আয়াতে সু-প্রতিষ্ঠিত বিধানের বিরুদ্ধে দাড়ানোর সাহস পান কোথা থেকে????

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... মুসলিম পারিবারিক আইন সংশোধন করে মেয়ে সন্তানকেও বাবার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারি হিসেবে গণ্য করার প্রস্তাব করেছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। এর পাশাপাশি মুসলিম পুরুষদের একাধিক বিয়ের সুযোগ বন্ধ করার পক্ষেও মত দিয়েছেন তিনি। শনিবার রাজধানীতে ফৌজদারি কার্যবিধি সংশোধনবিষয়ক বিলের খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আইয়ুব খান আইন প্রণীত মুসলিম পারিবারিক আইন সংশোধন করে দাদার উপস্থিতিতে বাবার মৃত্যু হলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে তাকে জীবিত ধরে বণ্টনের হিসাবের বিধান করা হয়েছে। এ সংশোধনীর ফলে হাজার হাজার পরিবার ও সন্তান উপকৃত হয়েছে উল্লেখ করে মাহবুবে আলম কোনো পরিবারে শুধু মেয়ে সন্তান থাকলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে হিসেবে গণ্য করার প্রস্তাব করেন।

“এখন কোনো পরিবারে ছেলে সন্তান না থাকলেও ধরে নিতে হবে, ছেলে সন্তান আছে। ” প্রচলিত আইনে, ছেলে সন্তানবিহীন কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মেয়েরা সম্পূর্ণ সম্পত্তি পায় না। সেখানে সম্পত্তির অংশীদার হয় প্রয়াতের ভাইয়েরা। এক্ষেত্রে মেয়ে একজন হলে মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক পাবে। আর একাধিক মেয়ে হলে তারা মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে।

বাকিটা মৃতব্যক্তির ভাই বা ভাইয়েরা পাবেন। তবে মৃতব্যক্তি জীবিত থাকতে মেয়ে বা মেয়েদেরকে সম্পূর্ণ সম্পত্তি দান করে গেলে মেয়েরাই সম্পূর্ণ সম্পত্তি পাবে। অ্যাটর্নি জেনারেল বলেন, “আরেকটি বিষয়, দ্বিতীয় বিয়ের সুযোগ যে কোনোভাবে বন্ধ করতেই হবে। কারণ এটা অসংখ্য নারীর কান্নার কারণ। ” তিনি বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাতে বাধা দেয়ার সামর্থ্য দেশের অধিকাংশ নারীর নেই।

তাই এটা আইনগতভাবেই করতে হবে। “সাড়ে চার বছরের অ্যাটর্নি জেনারেল থাকতে কত নারীর কান্না যে আমি দেখেছি, তার কোনো হিসাব নেই। ” সংবাদ সূত্র বলি দেশে হচ্ছেটা কি? তিনি কি ইসলাম এবং কোরআন কে চ্যালেঞ্জ করছেননা। যা মূলত আল্লাহকেই চ্যালেঞ্জ করার শামিল। কোরআনে যে বিধানাবলী তা অকাট্য, নির্ভুল ।

মুসলমান মাত্রই এই বিশ্বাস তার ঈমানের মৌলিক অংশ। অথচ তিনি বির্তকিত কিছু যুক্তি আর না বোঝা কিছু তর্ককে ভিত্তি ধরে কি করে এতবড় সিদ্ধান্ত নিতে সাহস পেলেন???? এ বিষয়ে আপনাদের জ্ঞানগর্ভ মন্তব্য এবং সূত্র দিয়ে বিষয়টির রহস্য উন্মোচনে এগিয়ে আসুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.