স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......
দেশে এখন চিরুনী অভিযান চলছে। শিবিরের নামে মুলত বিরোধী নেতৃত্বের বিরুদ্বে চলছে এ চিরুনী অভিযান। চিরুনীর বহুবিদ ব্যবহারে সরকার সত্যি প্রশংসার দাবীদার।
সকল সন্ত্রাসের বিরুদ্বে আমার অবস্থান।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সরকার কি সত্যি সন্ত্রাসমুক্ত করতে চায় এদেশটাকে??? নাকি আবারও এদেশটাকে নিয়ে যেতে চায় সেই একদলীয় শাসনে???
আবু বকরের মত মেধাবী ছাত্র মারা যাবার পর সরকার কেন চিরুনী অভিযান চালাল না?
আবু বকর কি কোন মা বাবার সন্তান না? আবু বকরের অপরাধ কি আওয়ামী রাজনীতি না করা? সরকারের মনোভাব দেখে মনে হচ্ছে
-- আওয়ামী রাজনীতির/মতাদর্শের বাইরে কেউ মারা গেলে সেটা কোন ব্যাপার না(আমাদের অথর্ব স্বরাস্ট্রমন্ত্রী এটা অলরেডি বলেই দিয়েছেন।)
-- আওয়ামী রাজনীতি/মতাদর্শের না করলে এদেশে বসবাসেরও অধিকার নেই (সরকারের আচরন বিশ্লেষন করলে পরোক্ষভাবে তাই বুঝা যায়।)
--আওয়ামী রাজনীতি/মতাদর্শের বাইরে কারো নিরাপত্তা দিতে সরকার বাধ্য না।
এটাই কি ডিজিটাল গনতন্ত্রের নমুনা??? দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই নোংরা রাজনীতি??? কে ঠেকাবে এই রাজনৈতিক অধঃপতন??? সাধারন মানুষ যারা কোন রাজনীতি বুঝেনা কোথায় পাবে তারা আশ্রয়??? কেউ কি আমার এ প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।