কাজ করি সত্তিকারের মানুষের তরে । অসঙ্গতির বাংলা দেশে একটি সঙ্গতি দেখে কিছুটা অবাকই হয়েছিলাম, হরথাল অবরোধ আমরা যারা ছোট খাট চাকুরী জীবি তাদের জন্যে ভিষন কষ্টকর একটা অধ্যায়, যারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাদের জন্যে হরতাল আর্শিবাদ হয়ে বিশ্রামের বা পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসের একটা উপকরন । আর আমাদেরকে হেঁটে বা হরতালকারীদের তাড়া খেতে খেতে অফিসে যেতে হয় অন্যথায় মাসের শেষে বেতন কাটা । যাই হোক হরতাল যেহেতু গণতান্ত্রিক অধিকার সেহেতু জনগণের গণতন্ত্রকে পায়ে লুন্টন করে আদায় করে নেওয়া হয় হরতালের অধিকার নিজেদের স্বার্থে, এ মাসেই বেশ কয়েকটি হরতাল পালন করা হয়েছে জণগনের অধিকার আদায়ের জন্যে যেখানে জণগনকেই প্রান দিতে হচ্ছে অধিকার আদায়কারীদের হাতে সে সময় সরকার এগিয়ে এসেছিল জণগনের হয়ে গণতান্ত্রিক অধীকার রুখতে; চালু ছিল সরকারের মদদে চলমান সকল যান । বিশেষ করে বি.আর.টি.সি বাসের পারর্ফমেন্স ছিল দেথার মত । সকাল থেকেই নিয়মিত বাস ছেড়েছে, কিন্তু অবাক বিষয় হল আজকের দিনের হরতালে, আজ অন্য যানবাহন মুটামুটি চলাচল করলেও বি.আর.টি.সির কাউন্টান ছিল তালা বদ্ধ । সরকার আজ গণতান্ত্রিক অধিকারকে বড়বেশি প্রাধান্য দিচ্ছে । আজ কিছুটা অবাকই হলাম ! শেষাংশে বলতেই হয় হায়রে ধান্দাবাজ সরকার, কার সাথে এই ধান্দা? জণগন সব বুঝে !!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।