প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে শুকনা মরিচ আইচ্ছা বলতো দেখি এই দেশেতে ক্যামনে থাকে বাইচ্চা? 'এ' দল 'বি' দল কোন্দলে আমরা থাকি কোন দলে? কোন দলটা মৌলবাদি কে ভারতের দালাল? কোন দলটা হারাম রে ভাই কোন দলটা হালাল? 'এ' দলে কয় 'বি' দলে চোর 'বি' দলে কয় ওরা মধ্যিখানে আমরা শালায় এমন কপাল পোড়া পাটায় পুতায় ঘষা আমজনতা শুকনা মরিচ ঘষায় মরন দশা।। সম বন্টনের ছড়া তুমি খাও কমলা আমি কদবেল তুমি খাও ঘি মাখন আমি খাই তেল তুমি খাও আঙগুর আমি খাই আম খাইনা ওসব কিছু যা যা বেশি দাম তুমি চড়ো টয়োটা আমি হন্টন নেতাদের মুখে থাকে সম বন্টন সম বন্টন? কাজে ঠন ঠন ওই সব ভেবে ভেবে মাথা টন টন টনটনে ব্যাথা হলে খেয়ে ফেলি নাপা সম বন্টন মানে নেতাদের চাপা চাপা থেকে বের হয়ে যদি কোনো চাপে হতে পারে জাতি- -সঙ্ঘের সংলাপে কোনদিন যদি সম- বন্টন পাই সের নয় কেজি নয় টন টন চাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।