আমি কবি নই ছড়াকারও নই
হুক্কা হুয়া ডাকছি শোন
লিখছি পলিটিক্যাল ছড়া
আসলে কোন বক্তব্য নেই
বৃথাই যাবে পড়া
ছাগল যদি চষতে পারতো
গরুর ভাই কি দরকার
ছাগল দিয়ে চাষাবাদ করা?
এটা কি তত্ত্বাবধায়ক সরকার?
এগারোজন সুফি সাহেব
দূর্নীতিবাজ ধরছেন
ঐদিকে কারা যেন
সটকে শুধু পরছেন
উর্দি পরা মহান মানুষ
শুধু বাণী দিচ্ছেন
বুঝে উঠতে পারছি না যে
আসলে কি চাচ্ছেন
উড়ে আসা অভিভাবক (?)
নানান ফন্দি আটঁছেন
এই চুক্তি ঐ শর্ত
সূতোয় শুধু বাঁধছেন
নব্য নব্য সংস্কার পন্থি
সুবিধাবাদী "ফেরেস্তা"
সুবিধা বুঝে ভোল পাল্টে
বুঝে নিচ্ছেন অবস্থা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।