আমাদের কথা খুঁজে নিন

   

আসুন রাজনৈতিক পাঠ শিখি (রাজনৈতিক ব্লগারদের জন্য)



প্রয়াত রম্য লেখক আবুল মনসুর আহমদ দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে ব্যঙ্গ করে শিশুদের জন্য প্রতিটি বাংলা বর্ণ দিয়ে রাজনৈতিক বাক্যগঠন করেছিলেন। আসুন আজকে আমরা কিছু শব্দের রাজনৈতিক সংগা শিখি। জনগণ: জনগণ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি যেকোন সময় যে কারও পক্ষে কথা বলতে পারেন। সরকারি দল যেমন বলে জনগণ তাদের সাথে আছে তেমনি বিরোধীদলগুলোও বলে জনগণ তাদের সাথে আছে। তবে এই "জনগণ" কে আমরা আজ পর্যন্ত দেখিনি।

সুষ্ঠু: সুষ্ঠু এমন একটি আপেক্ষিক শব্দ যার অর্থ নির্বাচনে জিতলে 'নিরপেক্ষ' এবং নির্বাচনে হারলে 'সূক্ষ্ম কারচুপি'। রাজপথ: রাজপথ হলো এমন একটি জায়গা যেখানে রাজনৈতিক দলগুলো যখন ইচ্ছে তখন অবস্থান নিতে পারে। অনেক বিজ্ঞ ব্যক্তি রাজপথকে রাজনৈতিক দলগুলোর শ্বশুরবাড়ি বলে আখ্যায়িত করেন। এমপি: এমপি শব্দের পূর্ণ রূপ হলো "ম্যাজিক পারসন" এমপি এমন একজন জাদুকরি ব্যক্তিত্ব যিনি নির্বাচনের আগে ঘরে ঘরে থাকলেও নির্বাচনের পরে ডেভিড কপারফিল্ডের মত হাওয়ায় মিলিয়ে যেতে পারেন। তখন হাজার খুঁজেও তাকে পাওয়া যায় না।

সংসদ: সংসদ হলো পানির ওপর ভাসমান এমন এক বাড়ি যেখানে ইচ্ছে হলে যাওয়া যায় আবার ইচ্ছে হলে নাও যাওয়া যায়। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে পাঁচ বছর পর পর সামনের সারিতে মন মতো আসন পাওয়া যায়। স্পীকার: স্পীকার হলেন এমন এক ব্যক্তিত্ব যিনি সরকারি দলের এমপিদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং বক্তব্য শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কিন্তু বিরোধীদলের এমপিদের বক্তব্য প্রদানের সময়ে কথা সংক্ষেপ করতে বলেন। তদন্ত কমিটি: রাজনৈতিক জগতে এটি একটি অনন্য আবিষ্কার। এটি এমন একটি হাতিয়ার যা দিয়ে কোন ঘটনাকে বাতাসে মিলিয়ে দেয়া সম্ভব।

কোন বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এটি গঠন করা হয় এবং একসময়ে এটি "রিপোর্ট দিতে সময় দীর্ঘ থেকে দীর্ঘায়িত" করার প্রক্রিয়ায় ঘটনাকে ধামাচাপা করে দিতে পারে। ইস্যু: ইস্যু এমন একটি জিনিস যা অসীমের কাছাকাছি কোন একটি সংখ্যায় অবস্থান করে। যে কোন স্বার্থ হাসিল এবং অচলাবস্থা সৃষ্টি করতে যেকোন জায়গায় একে সৃষ্টি করা যায়। মিছিল: যখন কোন একটি স্থানে অর্থের বিনিময়ে দরিদ্র শ্রেনীর মানুষকে দিয়ে সমাবেশ করানো হয় তখন তাকে মিছিল বলে। এটি একটি সম্মানজনক পেশা হিসেবে সমাজে স্বীকৃতি লাভ করেছে।

হাওয়া ভবন: এটি এমন একটি আধুনিক বাড়ি যেখান থেকে এক সময়ে সারা দেশ নিয়ন্ত্রন করা যেত এবং সরাসরি দেশের অর্থ বিদেশে পাঠানো যেত। বর্তমানে এটি হুমকির সম্মুখীন। ৩২ নং: এটি এমন একটি স্থান যেখানে স্বপ্ন বানানো হয়। বাংলাদেশের যেকোন উন্নয়নমূলক ঘটনাই এই স্থানের বাসিন্দার স্বপ্ন বলে বিবেচিত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়: এটির এমন যন্ত্র যাকে ইচ্ছামত খোলা এবং বন্ধ করা যায়।

এ যন্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটির সাহায্যে একজন সাধারণ মানুষকে বিসিএস ছাড়াই ক্যাডার বানানো যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.