আমাদের কথা খুঁজে নিন

   

স্টপ জেনোসাইড!

মায়ানমারে যা হচ্ছে তা রীতিমতো শিহরিত হবার মতো ব্যাপার। এককথায় গণহত্যা চলছে। রাখাইন সম্প্রদায় রোহিঙ্গাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের সামনে মৃত্যু ছাড়া কোন পথ খোলা নাই। মায়ানমার সরকার নীরব ভুমিকা পালন করছে।

দিশেহারা রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের সরকারও বেঁকে বসেছে। এ পরিস্থিতি বসে বসে দেখা যায় না। মানবতার স্বার্থে মানুষের জীবন বাঁচানোর দিকেই প্রথমে জোর দেয়া উচিৎ। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

যে সকল কুযুক্তি দেখিয়ে মৃত্যু উপত্যকা থেকে পলায়মান রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানোর কথা বলা হচ্ছে, ভেবে দেখুন ১৯৭১ সালে যদি একই যুক্তি দেখিয়ে ভারত বাঙালিদের প্রবেশ বন্ধ রাখতো তাহলে কি হতো? মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী একটি দেশের মানুষ এতোখানি অনুদার, নির্মম হতে পারে না। আসুন আমরা সরকারের উপর চাপ প্রয়োগকরি বর্ডার খুলে দেয়ার জন্য এবং একই সাথে মায়ানমার সরকারকেও অবিলম্বে গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধ্য করি। জাতিসঙ্ঘ যাতে দ্রুত হ্স্তক্ষেপ করে সে দিকেও নজর দেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।