আমাদের কথা খুঁজে নিন

   

স্টপ, রাশ আওয়ার চলছে

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব' ০১ অর্ধদগ্ধ চাঁদের ক্যালোরিহীন আলোস্নাত রাস্তায় ট্রাফিকজ্যামে আটকে ঝিমাচ্ছে কয়েকটা ক্লান্ত লেডিবাগ, ধ্যানমগ্ন লেডিবাগ, নির্বাণকামী লেডিবাগ...... চাকার ছাপে বাঁধাপথে বুকে হেঁটে চলে একঝাক বুনহাঁস ল্যাম্পপোষ্টের আলোর নিচে ডেকে যাচ্ছে বিরামহীন, মাথায় ঝিম ধরে আসে মৌমাছির একঘেয়ে গুনগুন, উর্ণনাভ বরফচোখে স্টিয়ারিং হুইলে জড়িয়ে দিচ্ছে নিরুত্তাপ মেঘক্রিষ্টাল...... সারিবদ্ধ ত্রিপদী ডাইনোসরগুলো সবুজের অপেক্ষায় নিরক্ষীয় বলয়ে পালতোলা জাহাজের মত প্যাডেলের দুই-একটা দুলকি চালে চলে অস্থিরতার বিবমিষা জাগে টুংটাং মনোটোনে...... ০২ যান্ত্রিক সুটকেইস বন্দী মানুষগুলোর আস্তিনজুড়ে নুয়ে পড়ার বিষাদ, স্বাদহীন চুইংগামের মত প্রলম্ববিত সময়ে লোমকুপের ফুটন্ত রেডিয়েটর থেকে ঝরে পড়ে জীবন জ্বালানী, নিদ্রালু চোখে ফুটপাতে অবসন্ন মানুষগুলো শামুকের মত পা টেনে টেনে হেটে যাচ্ছে, জড়সড়...... আঁধারবিধুর ধুম্রমেঘের লাল হলুদের বিভ্রম ক্রমশ বিস্তৃত হয় চোখের ঘুলঘুলিতে, উড়ালপথে হারিয়ে যায় ছায়ালহরী্র ডানাহীন অজশ্র ত্রসরেণু...... লাল আলোর শহরে সান্ধ্যকালীন সিনেমায় খোলা মেলা দৃশ্যে অংশ নেয় শপিংমলের ম্যানিকিন, নিয়ন আলোর ক্যাপসুল গুলোতে বন্দী হয় মৃত জোছনার রুপালী রঙ...... রাতের এই মেট্রোপলিসের কয়েকশত ল্যাম্পপোষ্ট দৈর্ঘ্যে তখনো রাশ আওয়ার চলছে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।