আমাদের কথা খুঁজে নিন

   

হিরোইন ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এই মাত্র ৩ জনের শিরচ্ছেন করা হলো সৌদি আরবে ।

স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা হিরোইন ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এই মাত্র ৩ জনের শিরচ্ছেন করা হলো সৌদি আরবে । সৌদি আরবে দাম্মাম জেলার আল-হাছা হফুফের বলদিয়ার ছোকে এই ১০ মিনিট আগে ৩ জনের শিরচ্ছেদ করা হয়েছে । এবং আরো তিন জনকে দুই এক দিনের মধ্যেই শিরচ্ছেদ করা হবে । আধা ঘন্টা আগে এক বন্ধু ফোন করে জানালো বলদিয়ার ছোকে মানুষ কাটা হবে , তাই বো দৌড় দিলাম গিয়ে জানলাম ২ জন সৌদি এবং ১ জন সিরিয়ার নাগরিকের শিরচ্ছেদ করা হবে , হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে দেখার জন্য , এবং কেউ যাতে ছবি বা ভিডিও করতে না পারে সেই জন্য প্রায় ১০০ উপরে মতুয়া পাহারা দিচ্ছে , কেউ যদি মুবাইল বাহির করে তাহলে, তার মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে , তাই আর ভয়ে মুবাইল বাইর করলাম না । হাজার হাজার মানুষের কারণে কিছুই দেখতে পারলাম না , কল্লা কাটার পর গাড়িতে করে লাশ নিয়ে গেলো সেটাই দেখলাম , আর একটা পানির গাড়ি এসে রক্তাক্ত স্থান পানি দিয়ে ধুয়ে দিচ্ছে , আর যার যার মতে সবাই ফিরে যাচ্ছে , আগামী দুই এক দিনের মধ্যেই এই স্থানে আরো তিন জনের শিরচ্ছেদ করা হবে , লোক মুখে শুনতে পেলাম বাকি তিন জন নাকি সৌদি নাগরিক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.