গত দুই আসরে কান উৎসবে দুটি ছবির হয়ে দূতিয়ালি করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যতিক্রম হলো না এবারও, ৬৪তম কান উৎসবে নতুন ছবি হিরোইন-এর কথা জানিয়ে দিলেন তিনি। ছবিতে ‘হিরোইন’ হচ্ছেন তিনিই। এর পরিচালক মাধুর ভান্ডারকার। বলা হচ্ছে, মুম্বাইয়ের শোবিজে যা হয়, হিরোইন-এ তেমনটাই দেখা যাবে।
এটি হবে মজার, দুঃসাহসী, আবেগপ্রবণ, অভিঘাতপূর্ণ, জমকালো এবং গুঞ্জন-কানাকানিতে ভরপুর একটি ছবি। ঐশ্বরিয়া জানালেন তাঁর অনুভূতি, ‘মাধুর অনেক দিন ধরেই বলছিলেন, এবার সত্যি সত্যিই তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি। আগ্রহভরে অপেক্ষা করছি ছবিটিতে কাজ করার ব্যাপারে। ’ হিরোইন ছবির শুটিং শুরু হবে আগামী জুন মাসে। ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।