সম্প্রতি মাধুর ভাণ্ডারকারের ‘হিরোইন’ ছবির একটি আবেগী দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পালেন না কারিনা কাপুর। দৃশ্যটির শুটিং করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন তিনি। খবর ওয়ান ইন্ডিয়ার। এ প্রসঙ্গে ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুর বলেছেন, ‘সম্প্রতি ‘হিরোইন’ ছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন বেবো। দৃশ্যটি ছিলো আবেগে পরিপূর্ণ।’ উল্লেখ্য, বহুল আলোচিত ‘হিরোইন’ ছবির গল্প আবর্তিত হয়েছে একজন সফল বলিউডি অভিনেত্রীর জীবনের বিভিন্ন অধ্যায়কে ঘিরে। তার ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাতসহ অভিনেত্রী হিসেবে রূপালি জগতে প্রতিষ্ঠা পেতে যেসব প্রতিবন্ধকতা পার করতে হয়েছে তার বাস্তবচিত্র তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। সাফল্য হারানোর পর ঐ অভিনেত্রীর জীবনের করুণ চিত্রও ফুটে উঠবে ছবিটিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।