আমাদের কথা খুঁজে নিন

   

সরকার আমার দেশ বন্ধ করতে পারে, চ্যানেল ওয়ান বন্ধ করতে পারে কিন্তু চাকুরীর নামে প্রতারণার ব্যবসা বন্ধ করতে পারে না কেন??

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

চাকুরীর নামে প্রতারণা এ দেশে নতুন নয়। কিন্তু ইদানিং এটা মারাত্মক আকার ধারণ করেছে। সরকার ঘরে ঘরে একজন করে চাকুরী দেয়ার ওয়াদা করলেও তা এই জনমে তারা বাস্তবায়ন করতে পারবে বলে কেউ বিশ্বাস করে না। বেকারদের চাকুরী দিতে না পারুক কিন্তু এদের তো চাকুরী দেয়ার নামে প্রতারণার হাত থেকে তো রক্ষা করতে পারে। কিন্তু তারা এই প্রতারকদের দমনে কিছুই করছে না কেন? নীচের পোস্টগুলো দেখুন- ১.আসুন প্রতারণার ব্যবসা করি (পার্টটাইম চাকুরী দেয়ার কোম্পানী খুলি) Click This Link ২. এই প্রতারকটিকে চিনে রাখুন এবং ব্যবস্থা নিন-- Click This Link ৩. বিডি জবস্ এ ফ্রড (২ নাম্বার) জব এ্যাড Click This Link সামুতে প্রকাশিত উপরোক্ত পোস্টগুলো ছাড়াও বিভিন্ন দৈনিক পত্রিকাতেও এধরণের প্রতারণার অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। তারপরেও কেন এসব প্রতারণা বন্ধে সরকার এগিয়ে আসছে না। তাই প্রশ্ন করতে ইচ্ছে করে, সরকার আইন লংঘনের নামে ঠুনকো সব অভিযোগতুলে আমার দেশ বন্ধ করতে পারে, চ্যানেল ওয়ান বন্ধ করতে পারে কিন্তু চাকুরীর নামে প্রতারণার ব্যবসা বন্ধ করতে পারে না কেন??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.