আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিওপেট্রা!

বল বীর- বল উন্নত মম শির, শির নেহারি' আমারি নত-শির ওই শিখর হিমাদ্রির। তৎকালীন মিশরের ইতিহাস খ্যাত টলেমি বংশের ছেলে সন্তানদের নামের শেষে ‘টলেমি’ এবং কন্যা সন্তানদের নামের শেষে ‘ক্লিওপেট্রা’ নামটি জুড়ে দেয়া হত। ইতিহাস বিখ্যাত যে ক্লিওপেট্রার নাম আমরা শুনেছি তিনি হলেন মিশর শাসনকারী টলেমি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা। দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা ছিলেন খুব বুদ্ধিমতী, শিক্ষিতা এবং শিথিল নৈতিকতাসম্পন্ন নারী। তার জন্ম খ্রিষ্টপূর্ব ৬৯ সালে এবং মৃত্যু খ্রিষ্টপূর্ব ৩০ সালে।

মিশরীয় নিয়ম অনুযায়ী অষ্টাদশী ক্লিওপেট্রা তার ছোট ভাই ১০ বছর বয়সী ত্রয়োদশ টলেমিকে বিয়ে করে মিশরের রানী হন। কিন্তু তাদের দু’জনের মাঝে বিরোধ বিদ্যমান ছিল। খ্রিষ্টপূর্ব ৪৭ সালে রোমের সেনাপতি জুলিয়াস সিজার মিশরে আসলে এই বিরোধের নিষ্পত্তি ঘটে এবং সিজারের সাথে যুদ্ধে ত্রয়োদশ টলেমি মারা যান। ক্লিওপেট্রা পরিণত হন সিজারের প্রণয়িনীতে এবং সিজারের সাথে তিনি চলে যান রোমে। অবশ্য এ সময়ে তিনি নামে মাত্র বিয়ে করেছিলেন তার আরেক ছোট ভাই চতুর্দশ টলেমিকে।

জার্মানির বার্লিনের আলটাস মিউজিয়ামে সংরক্ষিত সপ্তম ক্লিওপেট্রার প্রতিকৃতি খ্রিষ্টপূর্ব ৪৪ সালে জুলিয়াস সিজার নিহত হলে ক্লিওপেট্রা মিশরে ফিরে আসেন। চতুর্দশ টলেমি মারা যাওয়ার পর ক্লিওপেট্রা তার সন্তান পঞ্চদশ টলেমির সঙ্গে মিশর শাসন করতে থাকেন। পঞ্চদশ টলেমি হচ্ছেন জুলিয়াস সিজারের ঔরসজাত সন্তান, তিনি ‘সিজারিয়ন’ হিসেবে ইতিহাসে পরিচিত। এর ৩ বছর পর জুলিয়াস সিজারের বন্ধু ও সেনাপতি মার্ক এন্টনি মিশরে ক্লিওপেট্রাকে আক্রমণ করতে আসেন কিন্তু তিনি ক্লিওপেট্রার প্রেমে পড়ে যান। তাদের ২ জন যমজ সন্তান হয় (১জন ছেলে সন্তান ও ১জন মেয়ে সন্তান), এদের একজন আলেকজান্ডার হেলিয়স এবং অন্যজন ক্লিওপেট্রা সেলেনি।

মিশরের সিংহাসন লাভের জন্য মার্ক এন্টনি খ্রিষ্টপূর্ব ৩৬ সালে ক্লিওপেট্রাকে বিয়ে করেন। কিন্তু এন্টনি আগে থেকে বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী ছিলেন জুলিয়াস সিজারের উত্তরাধিকারী অক্টাভিয়াসের বোন। অক্টাভিয়াস এই ঘটনার প্রতিশোধ নিতে আক্রমণ চালিয়ে ক্লিওপেট্রার নৌবহর ধ্বংস করে দেন। এরফলে অক্টাভিয়াস মিশরের কর্তৃত্ব লাভ করেন। মিশরের কর্তৃত্ব লাভ করে নতুন শাসক হওয়ার পর অক্টাভিয়াস ক্লিওপেট্রাকে বিয়ে করতে চাইলে ক্লিওপেট্রা আত্মহত্যার পথ বেছে নেন।

এদিকে অক্টাভিয়াসের হাতে নিহত হন জুলিয়াস সিজারের ঔরসজাত সন্তান সিজারিয়ন এবং মার্ক এন্টনির ঔরসজাত সন্তান আলেকজান্ডার হেলিয়স। অন্যদিকে সেলেনি বিয়ে করেন নিউমিডিয়ার রাজাকে। তাদের ছেলে সর্বশেষ টলেমি অর্থাৎ টলেমি বংশের শেষ পুরুষ নিহত হন ক্যালিগুলার হাতে। এভাবে পরিসমাপ্তি ঘটে ইতিহাস বিখ্যাত ক্লিওপেট্রা অধ্যায়ের। বর্তমান মিশরের আলেকজান্দ্রিয়ায় তার সমাধি অবস্থিত।

সমতল'এ এক কপি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।